Akshay Kumar Adah Sharma

অক্ষয়ের কোলে উঠতেই বাতকর্ম নায়িকার, অপ্রস্তুত হয়ে কী করলেন ‘খিলাড়ি কুমার’?

অক্ষয়ের কোলে চেপে ঘুরছেন। এমন সময় আচমকা বাতকর্ম করলেন অদা। গোটাটা ধামাচাপা দিতে কী করলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:৪১
Share:

(বাঁ দিকে) অক্ষয় কুমার। অদা শর্মা। ছবি: সংগৃহীত।

অদা শর্মা বলিউডের এই মুহূর্তের চর্চিত নায়িকা। ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের পর থেকে তাঁর কেরিয়ারের গতি বেড়েছে। এ দিকে, অক্ষয় কুমার ইন্ডাস্ট্রির পোড়-খাওয়া অভিনেতা। এ বার দু’জনকে দেখা গেল একসঙ্গে। অভিনেত্রী অক্ষয়ের কোলে চেপে ঘুরছেন। এমন সময় আচমকা বাতকর্ম করলেন অদা। গোটাটা ধামাচাপা দিতে কী করলেন অভিনেত্রী।

Advertisement

পরনে দুধে আলতা রঙের শাড়ি। মাঠে অক্ষয়ের কোলে চেপে গান গাইছেন আর বলছেন, ‘‘আমি তোমাকে ভালবাসি।’’ বেশ কয়েকবার পাক খেয়েছেন। তার পরই অদা বাতকর্ম করে ফেলেন অক্ষয়ের হাতে। তৎক্ষণাৎ নায়িকাকে কোল থেকে ফেলে দেন ‘খিলাড়ি’। গোটাটাই একটা শুটিং চলাকালীন হয়। অপ্রস্তুত অদা অবশ্য অক্ষয়কে তড়িঘড়ি বলেন, ‘‘আসলে দুপুরে রাজমা ও ভাত খেয়েছি সেই কারণে।’’ খানিক বিব্রত হয়ে অক্ষয়কে অনুরোধ করেন কাউকে কিছু না বলার। পরে মেকআপ রুমে সবটা কথা বলে মিটিয়ে নেবেন। এই ভিডিয়ো এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যদিও এটা বোঝা যায়নি, এটা কোনও সিনেমার শুটিংয়ের মাঝে করা রসিকতা, না কি কোনও বিজ্ঞাপনের শুটিং মাঝে ঘটে যাওয়া সত্যি ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement