Akshay Khanna

বলিউডে মিতব্যয়ী বলে নামডাক আছে, ফের কী ভাবে বহু টাকার মুনাফা করলেন অক্ষয়?

অক্ষয় ভালবাসেন তাঁর অর্জিত অর্থ আগলে রাখতে। এ বার ফের নিজের বুদ্ধি দিয়ে কোটি কোটি টাকার মুনাফা করলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৪৮
Share:

অক্ষয়ের লক্ষ্মীলাভ! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী স্ত্রী, দুই সন্তান, ৩৩ বছরের সফল বলিউড কেরিয়ার, খ্যাতি, প্রতিপত্তি— অভিনেতা অক্ষয়কুমারের জীবনে আগলে রাখার মতো অনেক কিছুই রয়েছে। কিন্তু কানাঘুষোয় শোনা যায় বিষয়-আশয়, সম্পত্তি আগলে রাখতে ভালবাসেন অক্ষয়। মিতব্যায়ী বলে নামডাক আছে তাঁর। মুম্বই শহরে বিলাসবহুল বাংলোয় থাকেন। এ ছাড়াও শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে সম্পত্তি। একদা ভারতের সর্বোচ্চ করদাতা ছিলেন অক্ষয়। এমনিতেই তারকাদের নানা ধরনে শখ থাকে। তবে অক্ষয় ভালবাসেন তাঁর অর্জিত অর্থ আগলে রাখতে। এ বার ফের নিজের বুদ্ধি দিয়ে কোটি কোটি টাকার মুনাফা করলেন অভিনেতা।

Advertisement

মুম্বইয়ে বোরিভেলি এলাকায় অভিনেতার ছিল দু’টি ফ্ল্যাট। ২০১৭ সালে দুটো ফ্ল্যাট কেনেন। একটি প্রায় ১১০০ বর্গফুটের। যেটি অভিনেতা বিক্রি করেন প্রায় ৫.৭০ কোটি টাকায়। যদিও সেই সময় ফ্ল্যাটটি কেনেন ৩ কোটি টাকা দিয়ে। একই সঙ্গে ২৫২ বর্গফুটের একটা জায়গা কেনা ছিল প্রায় ৬৭ লক্ষ টাকা দিয়ে। যেটা ২০২৫ এসে বিক্রি করলেন ১.৩৫ কোটি টাকায়। সে ভাবে দেখতে গেলে দু’টি ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৯১ শতাংশ লাভ করেন, যেটা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৭.১০ কোটি। এ ছাড়াও সম্প্রতি পারেল এলাকায় ৮ কোটি টাকায় একটি পুরনো সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement