Akshay Kumar

কোভিডে আক্রান্ত অক্ষয় কুমার, টুইট করে জানালেন নিজেই

‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১০:১৭
Share:

ফাইল চিত্র

কোভিডে আক্রান্ত হলে বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রবিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন ‘খিলাড়ি’। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়।

Advertisement

টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সমস্ত রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন নিভৃতবাসে আছি। চিকিৎসা চলছে’। অক্ষয় আরও লেখেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন’। খুব শীঘ্রই তিনি কাজে ফিরবেন বলেও জানিয়েছেন ‘খিলাড়ি’।

‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির। রবিবার কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নিতে হল তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement