Entertainment News

একই সাজে আলিয়া-ক্যাটরিনা, কী করছিলেন দুই নায়িকা?

দু’জনের মধ্যে এমনিতেও বেশ কয়েকটি মিল রয়েছে। যেমন, দুই নায়িকারই ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। তাঁদের দু’জনের স্টাইলিস্টও এক, অ্যামি পটেল। তা বলে দুই বলি ডিভার সাজও এক?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ১২:৫৯
Share:

সেম পিঞ্চ! ছবি: ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

তাঁরা দু’জন নাকি বি-টাউনের ‘বেস্টিজ’। অন্তত দুই নায়িকা নিজেরাই এমন দাবি করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে আলিয়া ও ক্যাটরিনা দু’জনেই একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একই সাজে রয়েছেন তাঁরা।

Advertisement

দু’জনের মধ্যে এমনিতেও বেশ কয়েকটি মিল রয়েছে। যেমন, দুই নায়িকারই ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। তাঁদের দু’জনের স্টাইলিস্টও এক, অ্যামি পটেল। তা বলে দুই বলি ডিভার সাজও এক?

ডিএনএ’র খবর অনুযায়ী, একটি অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিলেন আলিয়া ও ক্যাট। তাঁদের স্টাইলিস্ট অ্যামি ইচ্ছে করেই নাকি দুই নায়িকার জন্য একই ধরনের পোশাক বেছে দেন।

Advertisement

আর তার পরেই সাদা শার্ট এবং গাঢ় নীল শর্ট স্কার্টে দুই নায়িকার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আলিয়ার পোজ অসম্ভব ‘কিউট’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। সেখানে ‘টাইগার জিন্দা হ্যায়’র নায়িকা ক্যাটের লুক নাকি ততটাই ‘সেক্সি’।

BFF ❤️💄🌟💃🌺❤️️#twinning with @aliaabhatt

আরও পড়ুন, ট্রোলড আরাধ্যা! সপাট জবাব দিলেন অভিষেক

আরও পড়ুন, অম্বানীদের পার্টিতে ‘বলিউড’-এর সঙ্গে দেখা হল মেয়র অব লন্ডনের!

তবে কোন শো-এর জন্য এমন একই সাজে তৈরি হচ্ছিলেন তাঁরা তা জানা যায়নি। মিনিমাল মেক-আপে দুই নায়িকা লিপ-পাউট করতে ভোলেননি। মজার পোজ দিয়ে একটি ভিজিও শেয়ার করেছেন ক্যাটরিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement