Alia Bhatt

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ‘গেন্দা ফুল’ গানে নেচে উঠলেন আলিয়া

গোলাপি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন আলিয়া। সঙ্গে ছিল মানানসই গয়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:০১
Share:

আলিয়া ভট্ট।

হতেই পারেন তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। তাই বলে প্রিয় বন্ধুর বিয়েতে মন ভরে না নাচলে চলবে কী করে! প্রেমিকের অসুস্থতা নিয়ে মন খারাপ কাটিয়ে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আনন্দে মাতলেন আলিয়া ভট্ট। নাচে গানে স্বমহিমায় দেখা গেল অভিনেত্রীকে।

গোলাপি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন আলিয়া। সঙ্গে ছিল মানানসই গয়না। বাদশার ‘গেন্দা ফুল’ গানে বান্ধবীর সঙ্গে নাচলেন আলিয়া। মুখে লেগেছিল হাসি। এর পর ‘জালেবি বেবি’ গানেও নাচলেন তিনি। আলিয়ার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জনও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। হবু-কনের সঙ্গেও বেশ কিছু ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

প্রেমিক রণবীর কপূরের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকেই কিছুটা একা হয়ে গিয়েছিলেন আলিয়া। রণবীরের হাতে হাত রাখা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন মন খারাপের কথা। অন্য দিকে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীও কোভিড আক্রান্ত হওয়ায় থমকে যায় ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র কাজ। কিন্তু সে সব কাটিয়ে আপাতত উৎসবে মজে আলিয়া। আগামী সোমবার অভিনেত্রীর জন্মদিন। ২৮-এ পা দেবেন আলিয়া। তার সঙ্গেই এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এ সীতা হিসেবে তাঁর প্রথম ‘লুক’ প্রকাশিত হবে। এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে বিখ্যাত দক্ষিণী অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement