Alia Bhatt

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘জিগরা’, ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আলিয়া ভট্ট

‘জিগরা’ ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সিনেমহলে। সে প্রসঙ্গে এর আগে পরিচালক মন্তব্য করেছিলেন। এ বার প্রতিক্রিয়া জানালেন আলিয়া ভট্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৮:০৩
Share:

‘জিগরা’র ব্যর্থতা নিয়ে প্রতিক্রিয়া জানালেন আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আলিয়া ভট্ট অভিনীত ‘জিগরা’। ভাসন বালা পরিচালিত এই ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সিনেমহলে। ফাঁকা প্রেক্ষাগৃহ। আগে পরিচালক প্রতিক্রিয়া জানিয়েছিলেন ছবির বক্স অফিসে ব্যর্থতা নিয়ে। তাঁর দাবি ছিল, বক্স অফিসে ছবিকে সফল করা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বার এই ছবি নিয়ে মুখ খুললেন আলিয়া।

Advertisement

গত বছর অক্টোবরে মুক্তি পায় ‘জিগরা’। এ ছবি মূলত এক ভাইবোনের কাহিনি। দিদির চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। বেদাঙ্গ রায়না ছিলেন আলিয়ার ভাইয়ের চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর স্বপ্ন কী? জবাবে আলিয়া জানান, অভিনয় নিয়ে তাঁর স্বপ্নের কোনও শেষ নেই। অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর আমার এই ভাবনাটা ভালই লাগে। গত বছর আমার একটা ছবি একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভাল কাজ করতে হবে।”

আলিয়া চান বার বার চেষ্টা করে যেতে। তিনি স্পষ্টই বলেন, এই ধরনের ব্যর্থতা তাঁকে আরও উৎসাহী করে তোলে। আর এটাই তাঁর পেশাদারিত্বের স্বপ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement