Ram Gopal Varma

বিপাকে রামগোপাল বর্মা, জামিনের আবেদন খারিজ করল আদালত, কী অপরাধ পরিচালকের?

২১ জানুয়ারি মুম্বইয়ের একটি আদালত রামগোপালকে তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়। আদালতে সাজা মুকুবের জন্য সম্প্রতি আবেদন করেছিলেন পরিচালক। কিন্তু তাঁর আবেদন খারিজ করেছে আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:৫৮
Share:

পরিচালক রামগোপাল বর্মা। ছবি: সংগৃহীত।

আরও এক বার বিপাকে বলিউডের পরিচালক রামগোপাল বর্মা। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের দায়রা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। এর আগে একটি চেক বাউন্সের ঘটনায় আদালত পরিচালককে নোটিস পাঠায়। কিন্তু তার পরেও আদালতে হাজিরা দেননি রামগোপাল।

Advertisement

২১ জানুয়ারি মুম্বইয়ের একটি আদালত রামগোপালকে তিন মাসের কারাদণ্ড দেয়। একই সঙ্গে পরিচালককে পরবর্তী তিন মাসের মধ্যে ৩ লক্ষ ৭২ হাজার টাকাও শোধ করতে নির্দেশ দিয়েছে আদালত। সম্প্রতি, সাজা মুকুব করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন ‘সত্য’ ছবির পরিচালক। কিন্তু ৪ মার্চ আদালত পরিচালকের দাবি নস্যাৎ করে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। আদালত জানিয়েছে, জামিনের আবেদন করার আগে রামগোপালকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে পরিচালকের আইনজীবীকে আদালতে নথি জমা দিতে বলা হয়েছে।

২০১৮ সালের ঘটনা। রামগোপাল বর্মা ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরে একাধিক শুনানি হয়েছে। কিন্তু পরিচালক হাজিরা না দেওয়ার জন্য এ বার আদালত জামিন অযোগ্য ধারায় মামলা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement