alia bhatt

সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব, বিস্ফোরক আলিয়া

‘থিয়েটারে না গেলে পুরো ধুইয়ে দেব,’ মিউজিক লঞ্চে এসে এমনটাই বললেন আলিয়া। শুধু তাই নয়, বললেন, তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হলে তিনি মজা দেখাবেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৫:৩৯
Share:

ছবি: মিউজিক লঞ্চের অনুষ্ঠানে আলিয়া ভট্ট

‘সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব,’ মিউজিক লঞ্চে এসে এমনটাই বললেন আলিয়া ভট্ট। শুধু তাই নয়, বললেন, তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হলে তিনি মজা দেখাবেন!

Advertisement

‘গাল্লি বয়’ ছবি ঘিরে অপেক্ষা করছেন বলিউডপ্রেমীরা। এ বার ছবির মিউজিক লঞ্চে এসে দর্শকদের হুমকি দিলেন আলিয়া ভট্ট। ভাবছেন, আচমকা কী করে শান্ত, মিষ্টি মেয়েরটা স্বভাব পাল্টে গেল?

ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা আসলে প্রচারের গিমিক। ওই ছবির একটা সংলাপ ধার করে আলিয়া বৃহস্পতিবার উপস্থিত দর্শকদের বলেন, ‘‘সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব,’’ এমন একটা সংলাপ আলিয়া ‘গাল্লি বয়’ ছবিতে বলেছিলেন।

Advertisement

আরও পড়ুন: চাষ করতে গিয়ে মাটির তলা থেকে মিলল ৪ টনের সোনার মুখোশ, তারপর...

সিনেমায় প্রেমিকের প্রতি অত্যন্ত পোজেসিভ আলিয়া বলেছিলেন, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ‘গুল্লু-গুল্লু’ (পড়ুন বেশি ঘনিষ্ঠ হলে)করলে ধুইয়ে দেব, মজা দেখিয়ে দেব। ঠিক এমন একটি সংলাপেই চমকে গিয়েছিলেন দর্শকরা!

সেই সংলাপই মিউজিক লঞ্চের অনুষ্ঠানে ব্যবহার করেন তিনি। যদি আলিয়ার এমন ‘হুমকি’ সাদরে গ্রহণ করেন উপস্থিত দর্শকরা। তাঁরা অবশ্যই ‘গাল্লি বয়’ দেখতে হলে যাবেন বলে পাল্টা দেন।

আরও পড়ুন: বলিউডের এই স্টার কিড বাবাকে হারান মাত্র দু’বছর বয়সে

সে দিনের অনুষ্ঠানে ছবির সঙ্গীত পরিচালক ডিভাইন, নাইজি-সহ রণবীর কপূর ও অন্যরা চুটিয়ে মজা করেন দর্শকদের সঙ্গে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement