Ameesha Patel

‘গদর ৩’ ছবিতে থাকবেন অমিশা! পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব কি মিটল অভিনেত্রীর? খোলসা করলেন অনিল শর্মা

২০২৩ সালে সানি দেওল ও অমিশা পটেলকে পর্দায় ফিরিয়েছিলেন অনিল শর্মা, ‘গদর ২’ ছবির হাত ধরে। সেই ছবির শেষেই আভাস মেলে, ‘গদর ৩’-র। কিন্তু পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার পর আর কি এই ছবিতে ফিরছেন অমিশা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৫:০৯
Share:

দূরত্ব কমছে অমিশা-অনিলের? ছবি: সংগৃহীত।

‘গদর ২’ মুক্তির সময় প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী অমিশা পটেল ও পরিচালক অনিল শর্মার দ্বন্দ্ব। অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, তাঁকে না জানিয়েই ছবির ক্লাইম্যাক্সে বদল ঘটিয়েছেন পরিচালক। সানি দেওল অভিনীত এই ছবিতে আরও উল্লেখযোগ্য চরিত্র হবে তাঁর, এমনই নাকি আশা করেছিলেন অমিশা। যদিও এর উত্তরে অনিল শর্মা পালটা দাবি করেন, নায়িকা খানিকটা ‘খামখেয়ালি’। কিন্তু অভিনেত্রীকে নিজের ঘনিষ্ঠমহলের অন্যতম বলেই মনে করেন তিনি, এমনটাও জানিয়েছিলেন অনিল। তবে শোনা যাচ্ছে, অবশেষে সেই দূরত্ব মিটতে চলেছে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকের সঙ্গে ‘সৃজনশীল মতবিরোধ’-এর কথা উল্লেখ করে অমিশা জানান, তিনি ‘গদর ৩’ ছবিতে অভিনয় করতে ইচ্ছুক। তবে অবশ্যই তা নির্ভর করবে চিত্রনাট্যের উপর। মণীশ পালের পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘গদর ২’ ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল তাঁকে ছাড়াই। যদিও সে সব ভুলে যেতে চান অভিনেত্রী। তবে তাঁর কথায়, এটাও স্পষ্ট যে যথাযথ চুক্তি ও কাগজপত্র থাকলে তবেই ‘গদর ৩’ নিয়ে এগোনোর কথা ভাববেন তিনি।

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মার বক্তব্য, “আমার সঙ্গে অমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়।’’ তবে শোনা যাচ্ছে, ‘গদর ৩’ ছবির গল্পে যদি তারা ও শাকিনার প্রেমের উল্লেখযোগ্য অংশ না থাকে, তা হলে সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন অমিশা। পরিচালক এই বিষয়ে কী বলছেন? অনিলের কথায়, “তারা ও শাকিনা, দু’জনই ‘গদর’-এর অবিচ্ছেদ্য অংশ। তবে ছবি মুক্তির আগেই ওঁর (অমিশা পটেল) চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব।”

Advertisement

‘গদর ৩’ ছবির চিত্রনাট্য লেখা ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর। খুব শীঘ্রই ছবির মুক্তির তারিখ ঘোষণা হবে বলেও জানা গিয়েছে। ‘গদর ২’ ছবির শেষ দৃশ্যে দর্শককে কথা দেওয়া হয়েছিল যে ছবির পরের অংশ আসছে। তাঁরা ছবিটি শেষ করেছিলেন, এমনই বার্তা দিয়ে। এই ছবি তৈরিতে সময় লাগলেও আগের বারের মতো ২০ বছর অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন পরিচালক। ২০০১ সালে মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। এর ২২ বছর পর, ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। দুই ছবিই দর্শকের ভালবাসা পায় প্রচুর। এখন অপেক্ষা তৃতীয় ছবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement