দেশ জুড়ে ভক্তদের যজ্ঞ-পুজো, হাসপাতাল থেকে এখনই ছাড়া হচ্ছে না অমিতাভ-অভিষেককে

কলকাতার ‘বচ্চন মন্দির’-এ বচ্চন সাবের মঙ্গলকামনায় দিনরাত এক করে জপ করছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে পুজো। কেমন আছেন বিগ-বি? কেমনই বা আছেন অভিষেক বচ্চন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৯:৩৩
Share:

অভিষেক এবং অমিতাভ।

কলকাতার ‘বচ্চন মন্দির’-এ বচ্চন সাবের মঙ্গলকামনায় দিনরাত এক করে জপ করেছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে পুজো। কেমন আছেন বিগ-বি? কেমনই বা আছেন অভিষেক বচ্চন?

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাবা এবং ছেলে, দুজনেই ভাল আছেন। অমিতাভের শরীরে অক্সিজেনের মাত্রাও আগের থেকে বেড়েছে। চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন তিনি। তবে এখনই ছাড়া হবে না তাঁদের। ডাক্তাররা বলছেন, কমপক্ষে সাত দিন লাগতে পারে এখনও।

আরও পড়ুন: মৃত্যুর এক মাস পর সুশান্তকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে​

Advertisement

অন্য দিকে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন ঐশ্বর্যা এবং আরাধ্যা। গত শনিবার ইনস্টাগ্রামে অমিতাভ নিজেই জানান, তিনি করোনায় আক্রান্ত। বর্ষীয়ান এই অভিনেতার কোভিড আক্রান্ত হওয়ার খবরে খানিকটা ভয়ই পেয়েছিলেন অনুরাগীরা। তবে অমিতাভের দ্রুত সুস্থতার দিকে এগনোর খবরে আপাতত খানিক স্বস্তিতে তাঁরা। ভক্তদের এই ব্যাকুলতায় আপ্লুত বিগ-বিও। এত ভালবাসা, এত শুভেচ্ছাবার্তায় তিনি যে সত্যিই অভিভূত সে কথা নিজেই টুইট করে জানিয়েছেন শাহেনশা।

অমিতাভের টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement