amitabh bachchan

‘প্রথম ভয়েস ওভার মৃণাল সেনের ছবিতেই’, স্মৃতিচারণে অমিতাভ

মৃণাল সেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বলিউডের মানুষজনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:২৩
Share:

মৃণাল সেন ও অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

ইন্দ্রপতন। চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। যিনি দেশ-কাল ছাপিয়ে আন্তর্জাতিক মানের একজন পরিচালক। যাঁর খ্যাতি সারা বিশ্বজুড়ে। তাঁর চলে যাওয়াটা স্বাভাবিক ভাবেই অত্যন্ত দুঃখজনক।

Advertisement

মৃণালবাবুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ একটি টুইট বার্তায় স্মরণ করেছেন, ‘খারিজ’ পরিচালককে। জানিয়েছেন, মৃণালবাবু চলে যাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত।

সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক, এমন সৃষ্টিশীল এবং সিনেম্যাটিক মানুষ মৃণাল বাবুর চলে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক, এমনটাই লিখেছেন বলিউড শাহেনশা।

Advertisement

অমিতাভ লিখেছেন, তাঁর জীবনের প্রথম ভয়েস ওভারটা কিন্তু মৃণালবাবুর ছবিতেই।১৯৬৯ সালে ‘ভুবন সোম’ ছবিতে তিনি ভয়েস ওভার করেছিলেন। সেই বছরই ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে বলিউডে ডেবিউ করেন অমিতাভ। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ‘মঞ্জিল’ ছবিতে কাজ করেছিলেন অমিতাভ। মৃণাল বাবুর ‘আকাশকুসুম’ ছবিটির গল্প থেকে অনুপ্রাণিত ছিল এই ছবির গল্প।

‘একদিন প্রতিদিন’ পরিচালকের চলে যাওয়ায় রবি ঠাকুরের কবিতায় শোকপ্রকাশ করেছেন পরিচালক মহেশ ভট্ট। লিখেছেন, “পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই-- সবারে আমি প্রণাম করে যাই।” মহেশ ধন্যবাদও জানিয়েছেন মৃণালকে। লিখেছেন, তাঁর জীবনকে ছুঁয়ে গিয়েছেন ‘মৃণালদা’, তাঁর চেতনাকে অন্য ভাবে জাগিয়ে তুলেছিলেন সদ্যপ্রয়াত পরিচালক।

অভিনেত্রী-পরিচালিকা নন্দিতা দাস লিখেছেন, ‘নভেম্বরের ১১ তারিখেও মৃণালবাবুর সঙ্গে দেখা হয়েছিল। হাত ধরেছিলাম। মৃণালদা, দ্য ওয়ার্ল্ড, আর আমার পৃথিবীটা মৃণালদার অনুপস্থিতিতে কখনওই এক রকম থাকতে পারে না।’

আরও পড়ুন: নীল আকাশের নীচে মৃণাল সেন আর নেই (১৯২৩-২০১৮)​

মৃণাল সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন, পরিচালক মধুর ভাণ্ডারকর, সুজিত সরকার, অভিনেতা মনোজ বাজপেয়ী। শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টলিউডের একাধিক তারকা।

মনোজ বাজপেয়ী তাঁর টুইটারে উল্লেখ করেছেন, মৃণাল বাবু এক জন সত্যিকারের কথক, তাঁর একজন অনুপ্রেরণা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃণাল বাবুর ছবি শিল্পীদের কাছে অনুপ্রেরণা।

আরও পড়ুন: ৬০ বছরের সম্পর্ক আমাদের, কথা আটকে গেল সৌমিত্রর

মধুর ভাণ্ডারকরও উল্লেখ করেছেন ২০১৫ সালে ‘মৃণাল সেন দা’-র সঙ্গে কলকাতার বাড়িতে মধুরের দেখা করার সৌভাগ্য হয়েছিল, এমনটাও উল্লেখ করেছেন ‘পেজ থ্রি’ পরিচালক।

মালয়ালম সুপারস্টার মোহনলাল-সহ দক্ষিণ ভারতীয় ছবির জগতের একাধিক তারকারাও শোকপ্রকাশ করেছেন মৃণাল বাবুর মৃত্যুতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন