Amitabh Bachchan

মন্দিরে ঢোকার মুখে বাধা আলিয়া-রণবীরকে! রামলালার সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন অমিতাভ

পরিবারে অশান্তির আমেজের মধ্যেই ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অযোধ্যায় রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে গিয়ে রামলালার সঙ্গে ছবিও তুললেন বিগ বি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:০৯
Share:

(বাঁ দিকে) আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। অমিতাভ বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত ২২ জানুয়ারি রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল অযোধ্যা। সোমবারের মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন হাজার হাজার ভক্ত। সঙ্গে হাজির ছিলেন বিনোদন জগতের তাবড় তারকারাও। বলিউড তারকারা তো বটেই, সোমবার অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন দক্ষিণী বিনোদন জগতের রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণের মতো তারকারাও। বলিউড শিল্পীদের মধ্যে আমন্ত্রিতের তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভট্ট, রণবীর কপূর, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ, আয়ুষ্মান খুরানার মতো শিল্পীরা। সোমবার সকালেই ছেলে অভিষেককে নিয়ে অযোধ্যায় উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অমিতাভ। ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সাক্ষী থাকার পরে রামলালার মূর্তির সঙ্গে ছবি তুলতেও দেখা যায় বিগ বি-কে।

Advertisement

রামমন্দিরের রামলালার মূর্তির সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অমিতাভ। সেই ছবিতে দেখা যাচ্ছে, মূর্তির সামনে জোড়হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শুধু সেই ছবিই নয়, রামমন্দির চত্বরেরও একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন বিগ বি। সঙ্গে লেখেন, ‘‘সীতাপতি রামচন্দ্রের জয়!’’

রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের কিছু দিন আগেই অযোধ্যায় ১০ হাজার বর্গফুটের জমি কেনেন অমিতাভ। প্রায় ১৫ কোটি টাকা দিয়ে ওই জমি কেনেন বিগ বি। রামমন্দির নির্মাণের জন্য কোটি কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার, অনুপম খের, হেমা মালিনীর মতো বলিউড তারকারা। যদিও সেই তালিকায় নাম পাওয়া যায়নি সিনিয়র বচ্চনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement