Amitabh Bachchan

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন অমিতাভ, নেটমাধ্যমে পোস্ট করলেন ছবি

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১১:৩০
Share:

অমিতাভ বচ্চন।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন অমিতাভ বচ্চন। টিকা নেওয়ার পর ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা। গত মাসে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, হালকা সবুজ রঙের টি শার্ট এবং কালো প্যান্ট পরে আছেন অমিতাভ। মাথা ঢাকা আকাশি রঙা টুপিতে। করোনা সতর্কতায় অভিনেতার মুখে মাস্ক। এক স্বাস্থ্যকর্মী তাঁকে টিকা দিচ্ছেন।

গত বছর করোনায় আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে সক্রিয় ভূমিকা পালন করছেন অমিতাভ। দিন দু’য়েক আগেই জানিয়েছেন, পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেছেন তিনি। এ ছাড়াও ২০টি ভেন্টিলেটর কেনার বন্দোবস্তও করেছেন অভিনেতা।সেগুলির মধ্যে ১০টি ইতিমধ্যেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement