Amitabh Bachchan

অল্প সময়ের জন্য এলেন, একটু হোঁচট খেলেন, অমিতাভের পোস্ট ঘিরে শুরু হল জল্পনা

৮২ বছর বয়স হয়েছে। এই বয়সেও ক্লান্তি নেই অমিতাভ বচ্চনের। মঙ্গলবার আচমকাই ধরা দিলেন অনুরাগীদের। কিন্তু কথোপথন শুরুর আগেই গায়েব হয়ে গেলেন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৩৮
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

মধ্যরাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে কিছু না কিছু লেখেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তাঁর পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন নানা বয়সের অনুরাগী। কখনও ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনও বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দের কবিতার পংক্তিও জায়গা করে নেয় ছেলে অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তাঁর পোস্ট পড়েন। যদিও শুধু এক্স নয়, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র তাঁর বিচরণ। রাত জেগে জেগে পোস্ট করার জন্য বহু বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এ বার মঙ্গলবার আচমকাই ইনস্টাগ্রামে ধরা দিলেন তিনি।

Advertisement

পরনে রঙিন জ্যাকেট, মাথায় বাঁধা ফেট্টি। ইনস্টাগ্রামে এসে বলেন, ‘‘আগে কখনও ইনস্টাগ্রামে লাইভে আসিনি, সেটাই দেখতে এলাম।’’ মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়োয় তারকাকে সামনে পেয়ে কিছু বলতে যাবেন অনুরাগীরা, তার আগেই তিনি গায়েব! ৮২ বছর বয়স হয়েছে। এই বয়সেও ক্লান্তি নেই। সিনেমার শুটিং করছেন। পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। প্রতি রবিবার নিয়ম করে অনুরাগীদের দর্শন দেন। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। বয়সকে তিনি একেবারে বুড়ো আঙুল দেখিয়েছেন। এমনিতে ছোটখাটো তারকাদের টিম থাকে সমাজমাধ্যমের পাতা গুছিয়ে দেওয়ার জন্য। কিন্তু অমিতাভ তাঁর এত কোটি কোটি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন কিন্তু সবটা সামলান একা হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement