Amitabh Bachchan

শ্বেতাকে নাকি বেঁধে রাখতে হয়, কন্যার কোন ভীতির কথা প্রকাশ্যে জানালেন অমিতাভ?

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র মঞ্চে অমিতাভ জানালেন, বেঁধে রাখতে হয় মেয়ে শ্বেতাকে। না হলেই পালিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১
Share:

অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চন নন্দ। ছবি: সংগৃহীত।

সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বিরাট ঝামেলা বচ্চন পরিবারে, সম্প্রতি এমন খবর ঘোরাফেরা করছিল বলিউডে। সেই কারণেই নাকি অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কও ভাঙনের মুখে, মনে করা হচ্ছিল এমনই। বচ্চন পরিবারের অন্দরের বিভিন্ন সম্পর্কের সমীকরণ নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। কখনও শ্বেতা বচ্চন নিজেই বলেছেন বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গে তাঁদের (ভাইবোনের) সমীকরণের কথা। আবার কখনও নাতনি নব্য নভেলি নন্দের অনুষ্ঠানে এসে জয়া ঘোষণা করেছেন, ছেলে অভিষেক নয়, মেয়ে শ্বেতা বচ্চনই তাঁর কাছে বেশি আপন। এ বার অমিতাভ ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র মঞ্চে জানালেন, বেঁধে রাখতে হয় মেয়ে শ্বেতাকে। না হলেই পালিয়ে যান। কিসে এমন ভয় বচ্চন-কন্যার?

Advertisement

আসলে শ্বেতা নাকি সুচ দেখলে বড্ড ভয় পান। তাই ইঞ্জেকশন নিতে চান না, দৌড়ে পালিয়ে যান। অমিতাভ তাঁর অনুষ্ঠানে এক প্রতিযোগীকে জানান, মহিলারা নাকি সুচ দেখলে ভয় পান। যদিও সেটে উপস্থিত মহিলারা অসম্মতিসূচক মাথা নাড়েন তারকার মন্তব্যে। অমিতাভ বলেন, ‘‘আমার মেয়ে সুচ দেখলেই দৌড়ে পালিয়ে যায়। আসলে এমন সময় ওকে একেবারে বেঁধে রাখতে হয়, কারণ বড্ড ভয় পায়।’’

কথোপকথনের সূত্রপাত হয় সুচমুক্ত সিরিঞ্জ সম্পর্কিত একটি প্রশ্ন দিয়ে। প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটির গবেষকরা ইঞ্জেকশনের জন্য সুচমুক্ত শক সিরিঞ্জ তৈরি করেছেন। তখনই অমিতাভ কন্যা শ্বেতার ইঞ্জেকশনে ভয়ের কথা প্রকাশ্যে আনেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement