Amitabh Bachchan

Amitabh Bachchan: তোমাকে নিজের ছেলে বলতে গর্ব হয়! ‘বব বিশ্বাস’-কে দেখে আপ্লুত অমিতাভ

মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’-এর প্রচার ঝলক। নাম ভূমিকায় অভিষেক বচ্চন। ২ মিনিট ৩৩ সেকেন্ড জুড়ে টানটান উত্তেজনা, রহস্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১২:২৮
Share:

অভিষেকে মুগ্ধ অমিতাভ।

শাশ্বত চট্টোপাধ্যায়। অভিষেক বচ্চন। আপাতত দু'জনে দাঁড়িপাল্লায় এ পাশ, ও পাশ। নিক্তি মেপে বিচারের মুখোমুখি। কারণ? 'বব বিশ্বাস'!

Advertisement

কে এগিয়ে?

নতুন 'বব বিশ্বাস'কে দেখে আপ্লুত খোদ অমিতাভ বচ্চন। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া ঠান্ডা মাথার খুনির ভূমিকায় ছেলেকে দেখে গর্বিতও।

Advertisement

শনিবারই সে কথা হলফ করে বলেছেন 'পাপা বচ্চন'। টুইটারে লিখেছেন, 'তোমাকে নিজের ছেলে বলতে আমার গর্ব হয়।’

সদ্য মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’-এর প্রচার ঝলক। ২ মিনিট ৩৩ সেকেন্ড জুড়ে টানটান উত্তেজনা, রহস্যের ভাঁজ। আর চেনা ছকের অনেকটা বাইরে থাকা অভিষেক। এই ছবিতে তিনি আপাত স্বল্পভাষী, নির্বিরোধী চেহারার। কিন্তু সেই লোকই হাসতে হাসতে মানুষ খুন করে!

ছবির সেই প্রচার ঝলক দেখেই টুইটে ছেলের ঢালাও প্রশংসা করেছেন অমিতাভ। পাল্টা উত্তর দিয়েছেন অভিষেকও। টুইটে 'জুনিয়র বি' লিখেছেন, ‘তোমায় ভালবাসি বাবা। তুমি সারা জীবন আমাদের বিগ বি থাকবে।’

'বব বিশ্বাস'-এর চরিত্রে সুজয় ঘোষের ‘কহানি’-তে তাক লাগিয়ে দিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। হাড়হিম গলার 'নমস্কার, এক মিনিট...'-এ শিউরে উঠেছিল গোটা দেশের দর্শক মহল।

আগের গল্পের সেই ভাড়াটে খুনিকে ঘিরেই এ বার আস্ত একটা ছবি। শাশ্বতের জুতোয় পা গলিয়েছেন অভিষেক। দু'জনের তুলনা চলছে বিস্তর।

বব হিসেবে অবশ্য বাঙালি অভিনেতাকেই ফিরে পেতে চেয়েছেন অনেকে। তাঁদের কথায়, ‘‘অভিষেক ভাল, তবে শাশ্বত আরও ভাল।’’ কেউ কেউ আবার অপেক্ষায়। পুরো ছবি না দেখে তুল্যমূল্য বিচার করতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন