Amitabh Bachchan

কাকভোরে মোজা পরা পায়ের ছবি, সঙ্গে ‘অদ্ভুত’ মন্তব্য অমিতাভের! কী হয়েছে তাঁর? উদ্বিগ্ন অনুরাগীরা

সোমবার ভোরবেলায় তাঁর এই অদ্ভুত পোস্ট দেখে অবাক নেটাগরিক। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি কোনও বিশেষ কারণ রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৯:০০
Share:

অমিতাভের পোস্ট ঘিরে রহস্য। ছবি: সংগৃহীত।

মোজার সঙ্গে আইফোনের তুলনা টানলেন অমিতাভ বচ্চন। প্রায়ই নিজের এক্স হ্যান্ডলে কিছু বার্তা ভাগ করে নেন তিনি। কিন্তু সোমবার ভোরবেলায় তাঁর এই অদ্ভুত পোস্ট দেখে অবাক নেটাগরিক। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি কোনও বিশেষ কারণ রয়েছে?

Advertisement

ভোর সাড়ে চারটের সময়ে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। ছবিতে দেখা যাচ্ছে বর্ষীয়ান তারকার সাদা রঙের মোজা পরা পা। তার উপরে মুঠোফোনের ছায়া। সেই সঙ্গে বিগ বি লেখেন, “মোজার উপরে আইফোন। আইফোনের নীচে মোজা। দাদা, যা বোঝা যায় না, তাকে আর কী হারাব! কুকুকুকু!” হঠাৎ এমন পোস্ট করলেন কেন অমিতাভ, উঠছে প্রশ্ন। তিনি কি কাউকে ব্যঙ্গ করলেন এই পোস্টের মাধ্যমে?

এই পোস্ট দেখে এক নেটাগরিক লিখেছেন, “কী হয়েছে আপনার? আপনি এ সব কী লিখছেন?” তবে অনেকে আবার এই পোস্টে মজাও খুঁজে পেয়েছেন। এক অনুরাগীর কথায়, “এই পোস্টের মধ্যে নিশ্চয়ই কিছু ইঙ্গিত রয়েছে। একমাত্র বিগ বি-ই পারেন এমন বিষয় নিয়ে মশকরা করতে।” যদিও অধিকাংশের কাছেই এই পোস্টের নেপথ্যের কারণ স্পষ্ট নয়।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সঞ্চালনা করছেন অমিতাভ। কিছু দিন আগেই অনুষ্ঠানটি বিতর্কে উঠে এসেছিল। ১০ বছরের এক বালক বিগ বি-কে অসম্মান করেছে বলে দাবি করেন নেটাগরিক। কটাক্ষের শিকার হয় সেই বালক। তবে এই নিয়ে কোনও বাক্য ব্যয় করেননি বলিউডের শাহেনশাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement