ঈশিত ও বিগ বি-কে নিয়ে চর্চা, কী জানালেন সমাজকর্মীরা? ছবি: সংগৃহীত।
চর্চার কেন্দ্রে ১০ বছরের বালক ঈশিত ভট্ট। অমিতাভ বচ্চনের সঙ্গে তার আচরণ মোটেই পছন্দ করেননি নেটাগরিক। কটাক্ষে বিদ্ধ হচ্ছে সে। সমালোচিত হচ্ছেন ঈশিতের মা-বাবাও। নেটাগরিকের বক্তব্য, ঈশিত খুবই উদ্ধত। বড়দের সঙ্গে কথা বলার সহবত নেই তার। এ বার ঈশিতের হয়ে সরব হলেন সমাজকর্মীরা। চণ্ডীগড়ের এক উদ্যোগপতি দাবি করলেন, ঈশিত ‘সিক্স পকেট সিনড্রোম’-এ ভুগছে।
চণ্ডীগড়ের উদ্যোগপতি শেখর দত্ত দাবি করেছেন, ভারতের শিশুরা এক অদ্ভুত ‘সিনড্রোম’-এ ভুগছে। যার ফলে অনেক শিশুই এখন এমন আচরণ করে। শেখর একটি ভিডিয়োয় জানিয়েছেন, প্রথম চিনের শিশুদের মধ্যে ‘সিক্স পকেট সিনড্রোম’ দেখা গিয়েছিল। এখন ভারতেও দেখা যাচ্ছে। আজকাল বেশির ভাগ মা-বাবাই একটি করে সন্তানের জন্ম দিচ্ছেন। মা-বাবা, ঠাকুরদা-ঠাকুমা, দাদু-দিদিমা— এই ছ’জনের মনযোগের কেন্দ্রে থাকছে ওই একটিই শিশু। সকলে তাকেই ভালবাসছেন ও আহ্লাদ দিচ্ছেন, খেলনা কিনে দিচ্ছেন। এই অতিরিক্ত ভালবাসা ও আহ্লাদ থেকেই শিশুরা এমন তৈরি হচ্ছে।
শেখরের দাবি, ঈশিতও এই সিনড্রোমেরই শিকার। আর তাই ১০ বছরের বালককে ট্রোল করতে নিষেধ করেছেন তিনি। ঈশিতের হয়ে সরব সমাজকর্মীরাও। শিশু অধিকার নিয়ে যাঁরা কাজ করেন তাঁরা জানিয়েছেন, সমাজমাধ্যমে যাঁরা ঈশিতকে ব্যঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এক সমাজকর্মী সমাজমাধ্যমে লিখেছেন, ইশিত এখনও শিশু। অপরিণত বোধ থেকেই এই আচরণ করেছে। কিন্তু তার পর থেকে ওকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা ওর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। সেটা আটকাতেই যথাযথ পদক্ষেপ করা প্রয়োজন, মত তাঁর।