Amitabh Bachchan

‘দেশনায়কেরা নিজেদের বীরত্বের ঢাক পেটান না’, হঠাৎ কেন এমন বললেন অমিতাভ?

মুখে কুলুপ এঁটে একের পর এক সঙ্কেত পোস্ট করছিলেন বর্ষীয়ান তারকা। অনুরাগীদের দাবি ছিল, এই সঙ্কেতের আড়ালে রয়েছে বিশেষ কোনও বার্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৪৪
Share:

অমিতাভ বচ্চনের পোস্ট ঘিরে ধোঁয়াশা। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ড নিয়ে নীরব ছিলেন অমিতাভ বচ্চন। শুধু নিজের সমাজমাধ্যমে কিছু সঙ্কেত পোস্ট করছিলেন। ‘অপারেশন সিঁদুর’-এর জয়জয়কারে সরব হয়েছিলেন বলি তারকারা। কিন্তু মুখে কুলুপ এঁটে একের পর এক সাঙ্কেতিক পোস্ট করছিলেন বর্ষীয়ান তারকা। অনুরাগীদের দাবি ছিল, এই সঙ্কেতের আড়ালে রয়েছে বিশেষ কোনও বার্তা। শেষমেশ রবিবার পহেলগাঁও ঘটনার নিন্দা করে বক্তব্য রাখেন অমিতাভ। নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তিনি। এ বার আরও এক পোস্টে আসল দেশনায়কের কথা বললেন অমিতাভ।

Advertisement

তুলসীদাসের ‘রামচরিত মানস’-এর একটি ছত্র ভাগ করে নেন অভিনেতা। সেই ছত্রের ব্যাখ্যাও নিজেই জানিয়েছেন বিগ বি। তিনি লিখেছেন, “যুদ্ধে যে দেশনায়কেরা যান, তাঁরা তাঁদের বীরত্ব নিয়ে ঢাক পেটান না। তাঁরা যুদ্ধক্ষেত্রে লড়াই করে নিজেদের বীরত্ব দেখান। নিজেদের বীরত্বের প্রশংসা ওঁরা নিজেরা করেন না।”

রবিবার সকালে প্রথম নীরবতা ভাঙেন অমিতাভ। তাঁর পোস্টে লিখেছিলেন, “ছুটির অবসরে, ওই রাক্ষস, নির্দোষ স্বামী-স্ত্রীকে বাইরে টেনে এনে, স্বামীকে নগ্ন করে, তাঁর ধর্ম যাচাই করার পর, যখন তাঁকে গুলি করতে শুরু করল, তখন স্ত্রী হাঁটু গেড়ে বসে অনুরোধ করল, তাঁর স্বামীকে যেন না মারা হয়; কিন্তু সেই নির্বোধ রাক্ষস তাঁর স্বামীকে খুবই নির্মম ভাবে গুলি করে তাঁকে বিধবা বানিয়ে দিল!! স্ত্রী যখন বলল, ‘আমাকেও মেরে দাও!’ তখন রাক্ষস বলল, ‘না, তুই গিয়ে, ‘...’কে বলবি!’” তবে অমিতাভ কেন নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করলেন না, তা এখনও প্রশ্নের মুখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement