Amitabh Bachchan

বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, কলকাতাকে মিস্ করছেন অমিতাভ বচ্চন, ভাগ করে নিলেন কোন স্মৃতি?

যিশুর জন্মদিন উদ্‌যাপনে মাতোয়ারা শহরবাসী। মধ্য কলকাতার প্রায় সর্বত্র ভিড়। এমন সব চিত্র দেখে শহর কলকাতার জন্য যেন মনকেমন করছে অমিতাভ বচ্চনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

বড়দিনে প্রতি বছরের মতো সেজে উঠেছে পার্ক স্ট্রিট। শহর জুড়ে উৎসবের হাওয়া। বিভিন্ন গির্জায় আলোর রোশনাই। যিশুর জন্মদিন উদ্‌যাপনে মাতোয়ারা শহরবাসী। মধ্য কলকাতার প্রায় সর্বত্র ভিড়। এমন সব চিত্র দেখে শহর কলকাতার জন্য যেন মনকেমন করছে অমিতাভ বচ্চনের।

Advertisement

অমিতাভের ব্লগে ঘুরেফিরে প্রায়ই আসে কলকাতার কথা। কলকাতায় ‘ব্ল্যাকার্স’ সংস্থায় অমিতাভের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। মাসিক বেতন ১ হাজার ৬৪০ টাকা। যুবক বয়সের অনেকটা সময় তিনি কাটিয়েছেন এ শহরে। জয়া ভাদুড়ির সঙ্গে প্রেমপর্বের শুরুও নাকি এই শহরের সূত্রেই। এ বছরে বড়দিনে অমিতাভের মনে পড়ছে কলকাতার কথা।

নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘‘বড়দিনের অনেক শুভেচ্ছা। সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও খুশিতে ভরে উঠুক, এই কামনা করি। আজ কলকাতার কথা খুব মনে পড়ছে। ২৪ ও ২৫ ডিসেম্বর কলকাতায় মধ্যরাতে রাজপথের ভিড়, গির্জায় প্রার্থনা, এই সব কিছু মনে করে নস্ট্যালজিক হয়ে পড়ছি। সিনেদুনিয়ায় পা রাখার আগে সেখানেই দিন কাটিয়েছি। নস্ট্যালজিয়ায় ভাসছি।’’

Advertisement

এই শহরের কাছে এখনও তিনি ‘জামাইবাবু’। তিনিও ফিরে ফিরে এসেছেন এ শহরে। কলকাতার সঙ্গে তিনি নাড়ির টান অনুভব করেন, এ কথা নিজেই বলেছেন। একাধিক ছবির শুটিং করতেও এসেছেন বহু বার। শেষ তিনি সস্ত্রীক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। তার পরে বেশ কিছু বছর কেটে গিয়েছে। কলকাতা রয়েছে অমিতাভের অপেক্ষায়। আর অমিতাভও কলকাতার স্মৃতি আঁকড়ে রয়েছেন আরব সাগরের তীরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement