‘সময়’ প্রসঙ্গে কী মত অমিতাভের? ছবি: সংগৃহীত।
সম্প্রতি ব্লগে সময় বা কাল নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর মতে, সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান— যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে। সময়ের হাত ধরেই মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা রূপ পায় বলে অভিমত বিগ বি-র।
নিজের ব্লগে তারকা লিখেছেন, ‘‘সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনও অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন। আমরা চাই বা না-চাই, সময় আমাদের দিয়ে চলে, আবার যেটা চাই না সেটাও দিয়ে ফেলে।’’ তাঁর মতে, প্রকৃত জীবন ক্ষণস্থায়ী, মিনিটে তার পরিমাপ সম্ভব নয়, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব। অমিতাভ আরও লিখেছেন, ‘‘সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে আর হিসাব রাখে। আর শেষ পর্যন্ত সময়ই আমাদের উজাড় করে সব কিছু দেয়। সেই দান সঠিক পথে ব্যবহৃত হবে, না কি নষ্ট হবে, তা পুরোটাই থাকে মানুষের হাতে।’’
এ মুহূর্তে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় চলছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজ়ন। শাহরুখ খানের সঞ্চালনায় একটি সিজ়ন বাদ দিলে, এই অনুষ্ঠানের প্রত্যেক সিজ়নেরই সঞ্চালক অমিতাভ। সেই শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে, সময় বার করে ‘সময়’ নিয়েই নিজের মত ভাগ করে নিলেন বলিউডের শাহেনশাহ।