Kaun Banega Crorepati 17

প্রথম কোটিপতি পেল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজ়ন! বিজয়ীর সঙ্গে উদ্‌যাপনে অমিতাভও

গত ১১ অগস্ট শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’। সঞ্চালকের আসনে আবার অমিতাভ বচ্চন। এ বারের মরসুম পেল প্রথম কোটিপতি। উচ্ছ্বসিত অমিতাভও। কোন গল্প ভাগ করে নিলেন প্রতিযোগী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:২৭
Share:

কে হলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-র প্রথম কোটিপতি ? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই শুরু হয়েছে অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’। ইতিমধ্যেই চলতি মরসুমের প্রথম কোটিপতি পেয়ে গেল অনুষ্ঠানের নতুন সিজ়ন। উত্তরাখণ্ডের বাসিন্দা আদিত্য কুমার গড়লেন ইতিহাস। নির্মাতাদের তরফেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। কোটি টাকা জেতার আনন্দে প্রতিযোগীর সঙ্গে উচ্ছ্বসিত সঞ্চালক বিগ বি নিজেও। প্রোমোর শেষে পরিষ্কার, এ বার ৭ কোটি টাকার প্রশ্নের জন্য খেলবেন আদিত্য।

Advertisement

চ্যানেলের তরফে যে প্রোমো পোস্ট করা হয়েছে তাদের সমাজমাধ্যমের পাতায়, সেখানে দেখা যাচ্ছে নিজের জীবনসংগ্রাম নিয়ে অমিতাভের সঙ্গে কথা বলছেন আদিত্য। উত্তরাখণ্ডের ছেলে আদিত্য আপাতত চাকরি সূত্রে গুজরাতের বাসিন্দা। সেখানকার এক তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কর্মরত তিনি। আদিত্য পেশায় সিআইএসএফের ডেপুটি কমান্ড্যান্ট। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত (এনএসই) পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।

আদিত্যকে বলতে শোনা যায়, “শিক্ষা অত্যন্ত জরুরি এবং সেই কারণেই আমি আজ এই আসন পর্যন্ত পৌঁছোতে পেরেছি। এই যাত্রাপথ খুব সহজ ছিল না। মনে আছে, কী ভাবে আমি একটা ছোট্ট ঘরে থেকেছি, বন্ধুদের থেকে দূরে থেকেছি এবং নিজেকে রীতিমতো ঘরবন্দি করে এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। সেই কারণেই আজ আমি এখানে পৌঁছোতে পেরেছি।” তাঁর কঠোর পরিশ্রমের কথা শুনে হাততালিতে ফেটে পড়েন দর্শক, বাহবা দেন অমিতাভ বচ্চনও।

Advertisement

এর পরে নিজের পরিচিত ঢঙেই অমিতাভ জানান, ১ কোটি টাকা জিতেছেন আদিত্য। নিজের কানকেই যেন তখন বিশ্বাস করতে পারছেন না প্রতিযোগী! জড়িয়ে ধরেন তারকা অভিনেতাকে। আদিত্যের মা-বাবাও উপস্থিত এই পর্বে। ছেলের ‘মাইলফলক’ ছোঁয়ায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরাও। প্রোমোর শেষে দেখা যায়, নিজের ‘হট সিট’-এ ফিরে এসে ৭ কোটির প্রশ্নের দিকে এগোচ্ছেন আদিত্য। অনুষ্ঠানে ১৭তম মরসুমের প্রথম কোটি টাকা জয়ের এই পর্ব দেখার অপেক্ষায় দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement