কবাডির জন্য বচ্চনদের তিন প্রজন্ম!

সিনেমা তো ছিলই। এ বার কবাডিতেও জড়িয়ে পড়ল বলিউডের এক নম্বর পরিবার। বচ্চন পরিবারের তিন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন কবাডি।মুম্বইতে শুরু হচ্ছে প্রো-কবাডি লিগ। এর দ্বিতীয় সেশনের ‘থিম-সঙ’য়ে ইতিমধ্যেই কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সিনেমা তো ছিলই। এ বার কবাডিতেও জড়িয়ে পড়ল বলিউডের এক নম্বর পরিবার। বচ্চন পরিবারের তিন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন কবাডি।

Advertisement

মুম্বইতে শুরু হচ্ছে প্রো-কবাডি লিগ। এর দ্বিতীয় সেশনের ‘থিম-সঙ’য়ে ইতিমধ্যেই কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন। এ বার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রোতাদের সামনে লাইভ পারফরমেন্সের দায়িত্বও এসে পড়ল বিগ বি-র উপর। আর এই দায়িত্ব পেয়ে যারপরনাই খুশি ৭২ বছরের অ্যাংরি ইয়াং ম্যান। একে ‘জাতীয় সম্মান’ বলেই মনে করছেন তিনি।

কবাডিতে জড়িয়ে রয়েছেন অভিষেক বচ্চনও। গত সেশনের বিজয়ী টিম ‘জয়পুর পিঙ্ক প্যান্থার’-এর মালিক তিনি। তাঁর দাবি, ক্রিকেটের থেকে অনেক বেশি দেশের সঙ্গে জড়িয়ে কবাডি। এ দেশের তরুণদের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বাড়ছে।

Advertisement

কবাডি নিয়ে উত্সাহে পিছিয়ে নেই পরিবারের থার্ড জেনারেশনও। বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিও বিরাট উৎসাহী হয়ে পড়েছে। বাবার টিমের সাফল্য কামনায় সাড়ে তিন বছরের আরাধ্যা সদ্য শেখা ‘হাই ফাইভ’ দেখাচ্ছে যখন তখন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement