‘প্যান্ট পরতে ভুলে গিয়েছেন?’ পোশাক নিয়ে চরম ট্রোলের শিকার অনন্যা পাণ্ডে

আবারও শিরোনামে নায়িকা। এ বার পোশাক নিয়ে ট্রোলের মুখোমুখি হলেন তিনি। সাদা রঙের ক্যাশুয়াল সোয়েট শার্ট পরে বেরিয়েছিলেন অনন্যা। তাঁর খোলা চুল, ‘নো বটম লুক’ এক্কেবারে পারফেক্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ২১:৩০
Share:

অনন্যা পাণ্ডে।

ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ছে না চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের! কখনও বলিউডে নেপোটিজম নিয়ে বক্তব্য,আবার কখনও বা বেফাঁস মন্তব্য...ইন্ডাস্ট্রির একাংশের মতে, মাত্র দু’টো ছবি করেই নাকি মাথা ঘুরে গিয়েছে অনন্যার। যদিও অভিনয়টা যে তিনি বেশ ভালই করেন সে কথা স্বীকার করে নিয়েছেন অধিকাংশই।

Advertisement

আবারও শিরোনামে নায়িকা। এ বার পোশাক নিয়ে ট্রোলের মুখোমুখি হলেন তিনি। সাদা রঙের ক্যাজুয়াল সোয়েট শার্ট পরে বেরিয়েছিলেন অনন্যা। তাঁর খোলা চুল, ‘নো বটম লুক’ এক্কেবারে পারফেক্ট।

যথারীতি পাপারাৎজি পৌঁছে গিয়েছিল সেখানেও। ক্যামেরাবন্দিও হতে হল অনন্যাকে। এক নিউজ পোর্টালের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সেই ছবি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। নেটিজেনদের একাংশের বক্তব্য, সোয়েট শার্টের নীচে নাকি প্যান্ট পরতেই ভুলে গিয়েছেন তিনি। ওই পোস্টে আসতে থাকে একের পর এক কুরুচিকর মন্তব্য। কেউ লেখেন, ‘প্যান্ট কেনার পয়সা ছিল না।’ আবার কেউ বা লেখেন, ‘তোমার কি ঠাণ্ডাও লাগে না?’

Advertisement

সেই সব কমেন্টের কিছু ঝলক

যদিও অনন্যার স্টাইল স্টেটমেন্টকে তারিফ করে অনেকে লিখেছেন, “যাঁরা অনন্যাকে খারাপ কথা বলছেন তাঁদের কি জানা নেই ‘নো বটম লুক’ কাকে বলে? তাঁদের কি এটাও জানা নেই যে ফ্যাশনে এখন এটাই ইন।”

এই পোশাকই পরেছিলেন অনন্যা

আরও পড়ুন-‘অনুরাধাই আমার মা’, কেরলের মহিলার দাবিতে অবশেষে মুখ খুললেন অনুরাধা পড়োয়াল

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে নেপোটিজম (স্বজনপোষণ) নিয়ে প্রশ্ন করা হলে অনন্যা জানান, তাঁর বলি-ব্রেক মেলার সঙ্গে নেপোটিজমের কোনও সম্পর্ক নেই। তিনি চাঙ্কি পাণ্ডের মেয়ে বলেই যে কাজ পেয়েছেন এমনটা নয়। তাঁকেও নাকি ‘স্ট্রাগল’ করতে হয়েছে বিস্তর। কর্ণ জোহরের সঙ্গে সুসম্পর্কের ফলেই কি কাজ মিলেছে তাঁর? অনন্যা এই কথার তীব্র প্রতিবাদ করে জানিয়েছিলেন, এমনটা মোটেও নয়। তিনি কোনও দিন কর্ণের টক-শো ‘কফি উইথ করণ’-এ যাননি। অনন্যার ওই মন্তব্যে ‘গালি বয়’-এর এমসি শের ওরফে সিদ্ধান্ত চতুর্বেদী বলেছিলেন, “যেখানে আমাদের (মধ্যবিত্ত পরিবারের সন্তান) স্বপ্নপূরণ হয় সেখান থেকেই ওঁদের (স্টারকিড) ‘স্ট্রাগল’ শুরু হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন