Saiyaara

নিজের ভ্রু নিজেই উপড়ে ফেলেন ‘সইয়ারা’ ছবির নায়িকা অনীত, কেন ঘটালেন এমন কাণ্ড?

সর্বত্র যাঁকে নিয়ে চর্চা, সেই ‘সইয়ারা’ ছবির নায়িকা বছর দশেক আগেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটান অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২২:১৬
Share:

অনীত পড্ডা। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অনেকেই তাঁদের ভ্রু ও আখিপল্লব না রাখার ফরে। কিন্তু অনীত পদ্দা অর্থাৎ ‘সইয়ারা’ ছবির নায়িকা বছর দশেক আগেই নিয়ে ভ্রু উপড়ে ফেলেছিলেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটান অভিনেত্রী?

Advertisement

‘সইয়ারা’ ছবি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা। অনেক দিন পরে নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গিয়েছে। এই ছবির নায়ক অহান পাণ্ডে ও নায়িকা অনীতকে নিয়ে বিস্তর চর্চা চলছে। অনীত নাকি বলিউডের গতে বাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা। একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম, মত দর্শকদের। কাজল কালো চোখ, গোলাপি গাল, থাক থাক চুল, ঘন ভ্রু। তেমনই ঘন আঁখিপল্লবে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন অনীত। যদিও বছর দশেক আগে নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেন অনীত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এবং কোনও এক অদ্ভুত কারণে বাড়ি ফিরে এসে আমি আমার মুখের সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখন আমি আমার উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আমার মা বাড়িতে এসে বলেন, এ বার তুমি স্কুলে যাবে কী ভাবে? চিন্তায় পড়ে যাই। কিন্তু এবং আমি মনে করি, আমি হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। এবং দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে, তাই হয়তো আমি সেই সময়ে কিছু একটা করতে চেয়েছিলাম।’’ বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজ়ে কাজ করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement