Khushi Mukherjee

অন্তর্বাস ছাড়াই রাস্তায় বেরিয়ে হইচই ফেলে দেন, সেই খুশি এখন অবসাদে দিন কাটাচ্ছেন!

নেতিবাচক প্রচারের কারণে রাতারাতি প্রচারের আলোয় এসে পড়েন খুশি। কিন্তু তিনি নাকি অবসাদে ভুগছেন। কী কারণে এমন অবস্থা সেটাও খোলসা করলেন খুশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২০:২৯
Share:

অবসাদে ভুগছেন খুশি। ছবি: সংগৃহীত।

শরীরে পোশাক প্রায় না চাপিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি করেছেন বাঙালি কন্যা খুশি মুখোপাধ্যায়।খুশি বর্তমানে সমাজমাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়। সাহসী পোশাক এবং বিভিন্ন মন্তব্যের জন্য কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে ছোট পর্দার বহু তারকাও খুশির সমালোচনায় মুখর হয়েছেন। খুশির পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে। যে ভিডিয়োটি নিয়ে সব থেকে চর্চা যেখানে অন্তর্বাস ছাড়া শরীরের ঊর্ধাঙ্গ ঢেকে রাস্তায় বেরোন। তার পর থেকেই বিতর্ক হচ্ছে বাঙালিনিকে। যদিও এই নেতিবাচক প্রচারের কারণে রাতারাতি প্রচারের আলোয় এসে পড়েছেন খুশি। কিন্তু তিনি নাকি অবসাদে ভুগছেন। কী কারণে এমন অবস্থা সেটাও খোলসা করলেন খুশি।

Advertisement

সমাজমাধ্যমের পাতায় খুশি লেখেন, ‘‘সমাজমাধ্যমে নিজেকে নিয়ে ক্রমাগত ট্রোলড দেখে অবসাদে ভুগছি। যদিও লোকে ভাবে আমি এখনও নাটক করছি। কিন্তু আমি এত জবাবদিহি করব কেন কাউকে। আসলে যাই করছি তাতেই নিন্দেমন্দ করছেন। এই শহরে একটা বন্ধু নেই। একা লাগে।’’ যদিও খুশির সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাবে গত কয়েকদিন খোলামেলা পোশাকে নিজের একাধিক ছবি দিয়েছেন। এ ক্ষেত্রে তাঁর যুক্তি, ‘‘আমি এতটা একাকিত্বে ভুগছি, তাই ছবি দিয়ে খানিক সময় কাটাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement