Bollywood Controversy

জনসমক্ষে সহ-অভিনেত্রীর উন্মুক্ত পেটে হাত, বিতর্কে জড়ালেন অভিনেতা পবন, তার পর?

লখনউয়ে গানের প্রচারে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী অঞ্জলি রাঘব এবং পবন সিংহ। মঞ্চে উঠে কী কাণ্ড ঘটালেন ভোজপুরি অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৯:০৪
Share:

বিতর্কে জড়ালেন ভোজপুরি অভিনেতা পবন। ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি অভিনেতা পবন সিংহ। অভিনেত্রী অঞ্জলি রাঘবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন অভিনেতা। মাইকে কথা বলছিলেন অঞ্জলি। আচমকাই সহ-অভিনেত্রীর উন্মুক্ত পেটে হাত দিতে দেখা যায় তাঁকে। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনায় বিদ্ধ অভিনেতা।

Advertisement

নিজের পক্ষে যুক্তিও দিয়েছেন পবন। তিনি জানান, ওই অভিনেত্রীর পেটে নাকি মাছি বসেছিল! সেটা তাড়ানোর জন্য অঞ্জলির পেটে হাত দেন তিনি। তবে তাঁর সাফাই ধোপে টেকেনি। পবনের এই আচরণ কোনও ভাবেই মেনে নিতে পারছেন না অঞ্জলি। ভিডিয়ো বার্তায় উগরে দিয়েছেন নিজের বিরক্তি। এই ঘটনার পরে অভিনয় ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।

সেই দিন কী ঘটেছিল? নিজেদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচারের জন্য লখনউ গিয়েছিলেন তাঁরা। সেখানে অনুষ্ঠানের মধ্যে আচমকা অঞ্জলির উন্মুক্ত পেট স্পর্শ করেন পবন। ইতিমধ্যে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে, প্রথমে অঞ্জলিকে কিছু একটা ইশারা করছেন পবন, যা প্রথমে অভিনেত্রী বুঝতে পারেননি। এড়িয়ে যান। তার পরেই অঞ্জলির পেটে হাত দেন ভোজপুরি অভিনেতা। সেই মুহূর্তে মঞ্চে কোনও প্রতিবাদ জানাননি অঞ্জলি। হেসে এড়িয়ে গিয়েছিলেন। কেন তখনই কিছু বললেন না? সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

অভিনেত্রী তাঁর ভিডিয়োয় বলেন, “অনেকেই আমায় ভুল বুঝছেন। গত দু’দিনে আমি বিধ্বস্ত। প্রতিনিয়ত কুরুচিকর মেসেজ পাচ্ছি। কেউ যদি জনসমক্ষে আপনাকে অশ্লীল ভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন? মজা পাবেন?” অঞ্জলির দাবি, তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সে দিন অভিনেত্রীর পেটে কিছু বসেনি। ইচ্ছাকৃত ভাবে ঘটনা ঘটানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement