বড়পর্দায় ৩১ বছর পর অঞ্জন দত্ত-রূপা গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত।
সাল ১৯৯৫। অপর্ণা সেনের পরিচালনায় বড়পর্দায় নতুন জুটি অঞ্জন দত্ত-রূপা গঙ্গোপাধ্যায়। ৩১ বছর পরে সেই জুটিকেই ফেরাচ্ছেন নব্য পরিচালক সমর্পণ সেনগুপ্ত। তাঁর নতুন ছবি 'প্রত্যাবর্তন' দিয়ে।
স্মৃতি উস্কে দিতেই অতীতে ফিরলেন রূপা। আনন্দবাজার ডট কম-কে শোনালেন পুরোনো দিনের গল্প। "জানেন, অঞ্জন গাড়ি চালাতে জানত না। আমি জানতাম। শুটে ওর হাত স্টিয়ারিংয়ে। আমি ব্রেক, গিয়ার, একসেলিরেটর সামলাতাম। ছবিতে দেখে মনে হয়েছিল, অঞ্জন কী ভাল গাড়ি চালায়!" দুই অভিনেতার বন্ধুত্বের সাক্ষী এই ছবি। এর পর বেশ কিছু ছোট ছবিতে অঞ্জনের পরিচালনায় কাজ করেছেন রূপা। সেই রসায়ন এখনও অটুট, দাবি পরিচালক সমর্পণের। তাঁর ছবিতেও তাঁরা প্রবীণ দম্পতি।
যন্ত্রনির্ভর জীবনে অনুভূতির ঠাঁই নেই! মা-বাবা-সন্তান এখন হোয়াটস্যাপ গ্রুপ খুলে কথা বলেন। আদৌ এই জীবনযাপন কাম্য? এই নিয়েই ছবির গল্প।
রূপা যদিও আগেভাগেই আত্মসমর্পণ করেছেন, "আমি সমাজমাধ্যমে ন'মাসে-ছ'মাসে আসি।" পরিচালকের মত, সমাজমাধ্যম অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু সম্পর্কের শিকড় যেন আলগা না হয়ে যায়। শিকড়কে আগলে রাখতেই পুরুলিয়ায় প্রবীণ দম্পতির কাছে ফিরে আসে তাঁদের নাতি, ছেলে-বৌমা। শুটিং তাই পুরুলিয়া আর কলকাতা মিলিয়ে। "আমার ছবির আরও চমক, এখানে প্রথম দেখা যাবে অঞ্জনদা আর শিলাজিৎদাকে। পর্দায় ওঁরা বাবা-ছেলে।" অভিনয়ের পাশাপাশি গাইবেন তাঁরা? এই রহস্য এখনই ফাঁস করতে চান না পরিচালক।
এখন কি পুরোনো জুটির কদর বেড়েছে? যেমন, অঞ্জন দত্তের সঙ্গে পর্দায় ফিরলেন অপর্ণা সেন, মমতাশঙ্কর। "বাকিদের কথা বলতে পারি না, আমায় যে পর্দায় ফেরানো যায় সে কথা প্রথম ভেবেছে দেব। বেচারাকে তার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বাকিরা ওকে দেখে ভাবছেন", সপাট বললেন রূপা। এই ছবির বাকি অভিনেতা অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচাৰ্য প্রমুখ।
ছবির গানের দায়িত্বে বনি চক্রবর্তী।