Ankita Lokhande

ফ্ল্যাটের ইএমআই দিই আমিই, দাবি অঙ্কিতার

অঙ্কিতা আজ নিজের ব্যাঙ্ক আ্যাকাউন্টের তথ্য দিয়ে দাবি করেন, সুশান্ত কখনওই তাঁর ফ্ল্যাটের ইএমআই দিতেন না। টাকা যেত তাঁর অ্যাকাউন্ট থেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ০৪:৪২
Share:

অঙ্কিতা লোখান্ডে। ফাইল চিত্র।

রিয়া চক্রবর্তীর পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে কি এ বার অঙ্কিতা লোখন্ডে? ইডি-র এক অফিসারের দাবি, তাঁরা সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বুঝতে পেরেছেন যে, অঙ্কিতার সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাটের বিপুল ইএমআই দিতেন সুশান্ত সিংহ রাজপুত। যা মানতে নারাজ সুশান্তের প্রাক্তন বান্ধবী। অঙ্কিতা আজ নিজের ব্যাঙ্ক আ্যাকাউন্টের তথ্য দিয়ে দাবি করেন, সুশান্ত কখনওই তাঁর ফ্ল্যাটের ইএমআই দিতেন না। টাকা যেত তাঁর অ্যাকাউন্ট থেকেই।

Advertisement

সুশান্তের বাবা কে কে সিংহ প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে এফআইআর করেছিলেন। সেই অভিযোগে কোথাও অঙ্কিতার নাম ছিল না। কিন্তু গত কাল একটি বেসরকারি খবরের চ্যানেল ইডি-র এক অফিসারকে উদ্ধৃত করে জানায়, অঙ্কিতা লোখন্ডের মতো সুশান্তের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখবে ইডি। কারণ হিসেবে সেই ইডি অফিসার বলেছিলেন, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই যেত সুশান্তের অ্যাকাউন্ট থেকেই। তাঁর আরও দাবি, যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন, সেটির রেজিস্ট্রেশনও সুশান্তের নামেই করা। ইডি-র এই দাবি ‘আদপেই সত্যি নয়’ মন্তব্য করে আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অঙ্কিতা। সেখানে তিনি তাঁর ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দলিলের ও ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবি দিয়েছেন। ফ্ল্যাটটি যে তাঁরই নামে এবং ইএমআইয়ের টাকা যে তাঁর অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে, তা বোঝাতে কিছু কিছু জায়গা হাইলাইটও করে দিয়েছেন অঙ্কিতা। ছবির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘‘আশাকরি, এর পরে আমাকে ঘিরে অহেতুক জল্পনা হবে না।’’ প্রসঙ্গত, অঙ্কিতা প্রথম থেকেই সুশান্তের পরিবারকে ও সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করে এসেছেন।

আজ সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ মুম্বই পুলিশের তদন্তের স্বচ্ছতা সম্পর্কে ফের প্রশ্ন তুলে দাবি করেন, তিনি যে ময়না-তদন্ত রিপোর্ট দেখেছেন, তাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য নেই— মৃত্যুর সময়। বিকাশের কথায়, ‘‘মুম্বই পুলিশ অত্যন্ত দক্ষ। কিন্তু যখন কোনও মন্ত্রী তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারা কী করে ঠিক মতো তদন্ত চালাবে!’’ তাঁর দাবি, ‘‘মৃত্যুর সময় থেকেই স্পষ্ট হয়ে যেতে পারে যে, সুশান্ত আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে খুন করা হয়েছিল। মুম্বই পুলিশ ও কুপার হাসপাতালকে (যেখানে সুশান্তের দেহের ময়না-তদন্ত হয়েছিল) এই তথ্য জানাতেই হবে।’’

Advertisement

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর দু’মাস পরে অবশেষে সোশ্যাল মিডিয়ায় কামব্যাক কর্ণের

আজ ক্যালিফর্নিয়া স্টেট অ্যাসেম্বলির তরফে সুশান্তকে বিশেষ সম্মান জানিয়ে একটি মানপত্র পাঠানো হয়েছে। সুশান্তের বিভিন্ন সমাজসেবামূলক কাজের উল্লেখ করা হয়েছে সেই মানপত্রে। মানপত্রটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement