ভিকির জন্য আবেগপ্রবণ অঙ্কিতা। ছবি: সংগৃহীত।
গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অঙ্কিতা লোখন্ডের স্বামী ভিকি জৈন। তাঁর হাতে নাকি ঢুকে গিয়েছিল ভাঙা গ্লাসের কাচের টুকরো। তার পরেই রক্তারক্তি কাণ্ড! হাতে পড়েছে ৪৫টি সেলাই। এ বার স্বামীর জন্য আবেগপ্রবণ হয়ে পড়লেন অঙ্কিতা। ভিকির জন্য লিখলেন দীর্ঘ পোস্ট।
বাড়িতেই ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সন্দীপ সিংহ জানান ভিকির দুর্ঘটনার কথা। হাসপাতালের বিছানায় শোয়া ভিকি, পাশে বসে আছেন অঙ্কিতা। চোখেমুখে বিষণ্ণতা। স্বামীর গালে স্নেহের আদর অভিনেত্রীর। এমন একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সন্দীপ। এ বার অঙ্কিতা লিখলেন, “আমার সঙ্গী হিসেবে তুমি সব সময়ে আমার হাত ধরে রেখেছ, সব সময়ে আমাকে সুরক্ষিত ভাবতে সাহায্য করেছ। পরিস্থিতি যতই কঠিন হোক, আমাদের মধ্যে ভালবাসাই থেকেছে। গুরুগম্ভীর পরিস্থিতিতেও তুমি মজা করেছ আর আমাকে নানা ভাবে শান্ত রেখেছ।”
ভিকি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছেন অঙ্কিতা। অভিনেত্রী লিখেছেন, “চিন্তা কোরো না। আমরা সমস্ত ঝড়ে একসঙ্গে হাঁটব। সব যুদ্ধ একসঙ্গে লড়ব। যা-ই হয়ে যাক একসঙ্গে থাকব। তুমিই আমাকে শক্তি দাও, তুমিই আমাকে শান্ত করো। তুমি আমার চিরকালের। আমিও তোমার জন্য ঠিক তা-ই। তোমার জন্য প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
হাসপাতালে ভিকির পাশে রয়েছেন অঙ্কিতা। স্বামীকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ছেন না তিনি। এই দেখে অভিনেত্রীর বন্ধু সন্দীপ বলেছেন, “অঙ্কিতা মহামানবীর থেকে কোনও অংশে কম নয়। গত ৭২ ঘণ্টা ধরে ভিকির সঙ্গে যে ভাবে ও আছে তা অভাবনীয়। যে পরিমাণ ভালবাসা ওর রয়েছে স্বামীর প্রতি, সেটাই যেন ভিকিকে রক্ষা করেছে। ওর প্রাণশক্তিই ওর সাহস।’’