লর্ডসের ক্রিজে মহম্মদ আজহারউদ্দিন?

লর্ডসের বিখ্যাত গ্যালারি ছুঁয়ে যাচ্ছে ডান হাতি পাঞ্জার ছয়। ক্রিজে মহম্মদ আজহারউদ্দিন। অথবা ওভালের সবুজ ঘাস। কব্জির এক একটা মোচড়ে বল পেরিয়ে যাচ্ছে বাউন্ডারি। ক্রিজে সেই মহম্মদ আজহারউদ্দিন। অবসরের পরেও অবিরত ঘাম ঝরাচ্ছেন বাইশ গজে। কারণ কী? বি়জ্ঞাপনের শুটিং?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৩:৪৯
Share:

লর্ডসের বিখ্যাত গ্যালারি ছুঁয়ে যাচ্ছে ডান হাতি পাঞ্জার ছয়। ক্রিজে মহম্মদ আজহারউদ্দিন। অথবা ওভালের সবুজ ঘাস। কব্জির এক একটা মোচড়ে বল পেরিয়ে যাচ্ছে বাউন্ডারি। ক্রিজে সেই মহম্মদ আজহারউদ্দিন। অবসরের পরেও অবিরত ঘাম ঝরাচ্ছেন বাইশ গজে। কারণ কী? বি়জ্ঞাপনের শুটিং?

Advertisement

না! আজহারউদ্দিন ভেবে ভুল করছেন যাঁকে তিনি রিল লাইফের আজহার— ইমরান হাসমি। অ্যান্টনি ডি’সুজা পরিচালিত মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’এ তিনিই নায়ক। লন্ডনে ৫০ দিন শুটিংয়ের অনুমতি পেয়েছে টিম ‘আজহার’। সে কারণেই লর্ডস এবং ওভালে ভারতের জার্সি গায়ে ব্যাট হাতে শট দিচ্ছেন ইমরান। এই দু’টি মাঠ আজহারের ক্রিকেট কেরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। তাই ছবির বেশ কিছুটা জুড়ে রয়েছে এই দু’টি মাঠ। কিছুদিনের মধ্যেই শুটিংয়ের জন্য লন্ডন যাবেন নার্গিস ফকরি। ‘আজহার’এ তিনি সঙ্গীতা বিজলানির ভূমিকায় অভিনয় করছেন। ক্রিকেট তো এখন ভারতে শুধু আর খেলা নয়। এ যেন একটা ‘ধর্ম’। যেখানে আপামর ভারতীয়রা এক সূত্রে গাঁথা। তাই মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একতা কপূর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-এর মাঝামাঝি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement