Anurag Kashyap

মাদকসেবন করেন, গাঁজার নেশাও আছে, অনুরাগকে দেখে নেশাগ্রস্ত মনে হওয়ার আসল কারণটা কী?

তিনি গাঁজায় আসক্ত, সঙ্গে নাকি রয়েছে মাদকসেবনের অভ্যাস। অনুরাগের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের কারণ প্রকাশ্যে আনলেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৬:১০
Share:

অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

আপাতত বলিউড থেকে দূরে এক মালয়লি ছবির পরিচালনায় ব্যস্ত তিনি। দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগেছেন ‘গ্যাংস্‌ অফ ওয়াসেপুর’-এর পরিচালক। কয়েক বছর আগে তাঁর মদ্যপানের মাত্রা খুব বেড়ে যায়। শুধু নাকি মদ্যপান নয়, তিনি গাঁজায়ও আসক্ত। সঙ্গে নাকি রয়েছে মাদকসেবনের অভ্যাস। অনুরাগের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের কারণ প্রকাশ্যে আনলেন পরিচালক।

Advertisement

মুম্বইয়ের জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। থাকছেন দক্ষিণ ভারতে। এখন অনেকটাই ভাল আছেন অনুরাগ, নিজেই স্বীকার করেছেন সে কথা। মুম্বইয়ের অভিজ্ঞতার একেবারে উল্টো পরিস্থিতি দক্ষিণে, মত পরিচালকের। মুম্বই ছেড়ে যাওয়ার পরেই তাঁর জীবন, রোজকার অভ্যাস— সব ভাল হতে থাকে, দাবি পরিচালকের। তাঁর কথায়, “লোকজনকে অযথা সময় দিতে হয় না এখানে। স্বাভাবিক ভাবেই, আমি ব্যায়াম শুরু করেছি, লেখাও শুরু করেছি।” অনুরাগ জানান, এর পরও নাকি লোকে ভাবেন তিনি নেশাগ্রস্ত। অনুরাগের দাবি, এর পিছনে আসল কারণ হল তাঁর বড় বড় দুটো চোখ। পরিচালক বলেন, ‘‘আমার চোখগুলো বড়। তাই লোকে ভাবে আমি খুব নেশা করি। গাঁজা থেকে মাদক, সব ধরনের নেশা আমি করি বলেই লোকে ভাবে। আমার কি দোষ বলুন তো, যদি চোখ দুটো বড় হয়!’’ সম্প্রতি অভিনেতা এও জানান, তাঁকে কেউ ‘ওয়াসেপুরওয়ালা’ বলে ডাকলে তিনি রেগে যান। অনুরাগ বলেন, ‘‘কেউ যদি ওয়াসেপুরওয়ালা বলে ডাকে আমাকে, মনে হয় জুতো খুলে মারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement