Entertainment News

‘অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর…’ কী বললেন বিরাট?

বিয়ের এক বছরে কতটা বদলেছে এই জুটির জীবন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১২:২৭
Share:

বিয়ের দিন দম্পতি। ছবি: টুইটার থেকে গৃহীত।

ঠিক এক বছর আগে ইতালির তাস্কানিকে বিয়ে করেছিলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। এক বছর সংসার করার পর প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন দম্পতি।

Advertisement

বিয়ের এক বছরে কতটা বদলেছে এই জুটির জীবন? অনুষ্কা সম্পর্কে বিরাট বলেন, ‘‘অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলাতে শুরু করেছিল। উত্তর ভারতের একদম আলাদা সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। অন্য সমাজে কী হয়, তাদের জীবন ঠিক কেমন, আমি কিছুই জানতাম না। অনুষ্কার জীবন আমার থেকে অনেকটা আলাদা ছিল। নিজস্ব চ্যালেঞ্জ ছিল ওর। সেগুলো একটু একটু করে বুঝতে শিখেছি। ওর সঙ্গে দেখা হওয়ার আগে অনেক বাস্তববাদী ছিলাম। এখন বদলেছি অনেকটা।’’

চলতি মাসেই মুক্তি পাবে অনুষ্কার নতুন ছবি ‘জিরো’। পুরোদমে চলছে প্রোমোশন। তার মধ্যেও আজকের দিনটা স্পেশ্যাল করে তুলতেই তিনি বিরাটের কাছে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবিও শেয়ার করেছেন বিরাট। তিনি লিখেছেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না, এক বছর হয়ে গেল। মনে হচ্ছে এই তো গতকালের ঘটনা। সময় সত্যি সত্যিই যেন উড়ে গেল। আমার প্রিয় বন্ধুতে বলতে চাই হ্যাপি অ্যানিভার্সারি…।’

Advertisement

আরও পড়ুন, নতুন কিছু আসছে প্রিয়ঙ্কার জীবনে?

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন অনুষ্কাও। তাঁর কথায়, ‘‘যখন সময়ের কোনও হিসেব থাকে না স্বর্গ মনে হয়, যখন তুমি একজন ভাল মানুষকে বিয়ে করবে তখনও মনে হবে যেন স্বর্গে রয়েছ…।’

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement