আয়নার মুখোমুখি বসে আছেন তিনি। সামনে ছড়ানো মেকআপের সরঞ্জাম। মুখে হালকা হাসি। তিনি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
বৃহস্পতিবার ঠিক এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘খুব আকর্ষণীয়, খুব নতুন কিছু তাড়াতা়ড়ি আসছে।’ আর এই ক্যাপশন থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে সিনে-মহলে।
নতুন কোন খবর দিতে চলেছেন প্রিয়ঙ্কা? নতুন কোনও সিনেমার শুটিং? কোনও বিশেষ ফোটোশুট? নাকি ব্যক্তিগত জীবনে নতুন কোনও রসায়ন?
আরও পড়ুন, একটা ফাঁকা ছেলে খুঁজে দিন, আই উইল লভ টু ডেট, বলছেন স্বস্তিকা
এমনিতেই রাহুলের সঙ্গে দাম্পত্যকলহ প্রকাশ্যে আসার কিছুদিন পরেই প্রিয়ঙ্কার নতুন এক সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। তা হলে কি সেই সম্পর্কের ব্যাপারেই এ বার মুখ খুলবেন?
না! সে প্রশ্নেরও সোজাসুজি জবাব দিলেন না প্রিয়ঙ্কা। বরং রহস্য করে হেসে বললেন, ‘‘যদি কেউ নতুন ছবির কথা ভেবে থাকেন তা হলে সেটা একদমই ভুল। খুব আকর্ষণীয় নতুন কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব আপনাদের সামনে।’’
Something very interesting coming very soon...😇#SomethingNew pic.twitter.com/DJ9YN298XZ
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) December 6, 2018
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)