বছর ঘুরেও হিট বিরুষ্কা

সোনম, দীপিকা, প্রিয়ঙ্কা...বছরভর ছিল বলিউড অভিনেত্রীদের বিয়ে। তবে তাঁদের ভিড়েও বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার এক বছর পুরনো বিয়ের মুহূর্ত উজ্জ্বল! তাঁদের রূপকথার মতো বিয়ের এক বছর পূর্ণ হল মঙ্গলবার।

Advertisement
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

বিরাট-অনুষ্কা

সোনম, দীপিকা, প্রিয়ঙ্কা...বছরভর ছিল বলিউড অভিনেত্রীদের বিয়ে। তবে তাঁদের ভিড়েও বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার এক বছর পুরনো বিয়ের মুহূর্ত উজ্জ্বল! তাঁদের রূপকথার মতো বিয়ের এক বছর পূর্ণ হল মঙ্গলবার।

Advertisement

ভক্তদের জন্য সকাল সকাল বিরুষ্কার উপহার, বিয়ের একটি ভিডিয়ো ও কয়েকটি অদেখা ছবি। সারা বছর কর্তা-গিন্নি যে ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাগ করে দিয়েছেন, এ দিনও তার অন্যথা হল না।

অনুষ্কার পোস্ট করা ভিডিয়োয় বিরাটকে বলতে শোনা গেল, ‘‘বিয়ের দিন সকাল পর্যন্তও মনে হচ্ছিল ছোট ছিলাম। হঠাৎ করে বড় হয়ে গেলাম। আমার স্ত্রী...’’ বিবাহমণ্ডপে আসা থেকে সিঁদুরদান, মালাবদল থেকে কনকাঞ্জলি, বিরুষ্কার বিয়ের মুহূর্ত আবারও ফিরে দেখলেন ইন্টারনেট প্রজন্ম।

Advertisement

মাসের শেষে মুক্তি পাবে শাহরুখের সঙ্গে অনুষ্কার ছবি ‘জ়িরো।’ এই মুহূর্তে খেলার জন্য বিরাট অস্ট্রেলিয়ায়। অনুষ্কাও পৌঁছে গিয়েছেন সেখানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement