অপু-বুবলী বিতর্ক তুঙ্গে। ছবি: সংগৃহীত।
গত প্রায় দু’বছর ধরে শাকিব খানকে নিয়ে দড়ি টানাটানি চলছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে। তাঁদের প্রতিযোগিতা চলে পাল্লা দিয়ে। শাকিব অবশ্য বার বার বলেছেন দুই স্ত্রী-ই এখন তাঁর জীবনে অতীত। তবে অপু-বুবলী, দুই নারীই মরিয়া হয়ে বুঝিয়ে দিতে চান, তাঁরা শাকিবের ঠিক কতটা ঘনিষ্ঠ। সম্প্রতি ইদ-উল-আজ়হা উপলক্ষ্যে শাকিব কেনাকেটায় বেরিয়েছিলেন অপু ও তাঁর ছেলে আব্রাম জয়কে নিয়ে।
অভিনেতার গাড়িতে উঠতে দেখা যায় অপুকে। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ছবি। শাকিবের সঙ্গে অপুর ভ্রমণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের সরব হলেন বুবলী। পাল্টা তাঁর ছেলে শেহজ়াদ বীরকে নিয়ে শাকিবকে সঙ্গে নিয়ে ছবি দেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী। তাতেই যেন মেজাজ হারালেন অপু! বুবলীকে দিলেন কড়া জবাব।
শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে বিতর্কের শেষ নেই। ও পার বাংলায় তাঁদের দাম্পত্য, বিবাহবিচ্ছেদ বিপুল আলোচনা হয়েছে। অপুর সঙ্গে দীর্ঘ নয় বছরের দাম্পত্য ভেঙে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক। দু’পক্ষেই সন্তান রয়েছে অভিনেতার। দুই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক ভাঙলেও সন্তানদের সব দায়িত্ব পালন করেন নায়ক। দুই স্ত্রীয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে শাকিবের। কিন্তু দুই সতীনের মুখ দেখাদেখি বন্ধ। তাঁদের মধ্যে প্রতিযোগিতার অন্ত নেই। শাকিবের সঙ্গে অপু ও তাঁর সন্তানের ছবি ভাইরাল হতে বুবলী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, মিথ্য, ভুয়ো খবরে যাতে কেউ কান না দেন। অন্যের প্ররোচনায় যাতে কেউ পাত্তা দেন। বোঝাই যাচ্ছে অপুর উদ্দেশে নাম না করেই এমন বার্তা অভিনেত্রীর।
এ বার মুখ খুললেন শাকিবের প্রথম স্ত্রী অপু। তিনি বলেন, ‘‘আমি, শাকিব, আমার ছেলে জয়, আমরা একটা পরিবার। আমাদের মধ্যে সেই যোগাযোগটা থাকবে। কিছু লোক থাকে যাঁরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে চান। আমি এঁদের নিয়ে কথা বলতে চাই না, তা-ও বলতে হয়। আসলে নিজের ফেসবুকের গ্রহণযোগ্যতা কমে গিয়েছে কিংবা অনুসরণকারী কমে যাচ্ছে। এ সব পোস্ট করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।’’