AR Rahman communalism controversy

কার থেকে দেশপ্রেমের শিক্ষা নিয়ে বিখ্যাত গানটি বাঁধেন রহমান? ধর্মীয় বিভাজন বিতর্কের মাঝে জানালেন সুরকার

এআর রহমানের তৈরি ‘মা তুঝে সালাম’ গানটি স্বাধীনতা দিবস থেকে শুরু করে সাধারণতন্ত্র দিবসে ভারতবাসীদের কানে বাজে। কোন প্রেরণা থেকে এই গান লিখেছিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২০:১৫
Share:

দেশপ্রেম নিয়ে কোন শিক্ষা নিয়েছিলেন রহমান? ছবি: সংগৃহীত।

সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এআর রহমান। পরে অবশ্য তিনি নিজেই জানিয়েছেন, মানুষ অনেক সময় সঠিক উদ্দেশ্য বুঝতে ভুল করেন। রহমানের তৈরি ‘মা তুঝে সালাম’ গানটি স্বাধীনতা দিবস থেকে শুরু করে সাধারণতন্ত্র দিবসে ভারতবাসীদের কানে বাজে। কোন প্রেরণা থেকে এই গান লিখেছিলেন? মহানবীর বাণী থেকে দেশপ্রেমের অর্থ অনুধাবন করেই গানটি তৈরি করেছিলেন রহমান।

Advertisement

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল এআর রহমানের অ্যালবাম ‘বন্দে মাতরম্‌’। ভারতের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি তৈরি করেছিলেন তিনি। প্রযোজক-পরিচালক ভারত বালার সঙ্গে জুটি বেঁধে কাজটি করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এই গান বাঁধার নেপথ্যের কাহিনি নিয়ে কথা বলেছিলেন সুরকার। রহমান জানিয়েছিলেন, ইসলামেও বলা হয়, দেশের প্রতি প্রেমবোধ তৈরি হওয়া আসলে দেশপ্রেমিক হয়ে ওঠার অর্ধেক পথ। বাকিটা কাজে করে দেখাতে হয়। রহমানের কথায়, “সেই জন্য আমরা এই বড় গানটি বাঁধি। আমাদের গীতিকার ‘মা তুঝে সালাম’ কথাটি যোগ করেন, যা আরও সুন্দর করে তোলে গানটির অভিব্যক্তিকে।”

উল্লেখ্য, সম্প্রতি রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। পরে ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন রহমান। তাঁর বক্তব্য, তিনি সঙ্গীতের মাধ্যমে সব সময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement