Kartik-Sreeleela Love Story

জীবনে তৃপ্তি পেতে চান না! ‘লীলা’ক্ষেত্রে বিচরণ করে শ্রী ফেরাতে মনোযোগী কার্তিক?

শ্রীলীলার সঙ্গে শুটিং শুরু করেছেন সবে। এর মধ্যেই নায়িকা হয়ে উঠেছেন কার্তিকের চোখের মণি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৭:০৩
Share:

কার্তিক আরিয়ানের পছন্দ শ্রীলীলা? ছবি: সংগৃহীত।

সকলে তৃপ্ত থাকতে চান। জীবনে তৃপ্তি খোঁজেন। কার্তিক আরিয়ানকে দেখুন! হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন। হাতের কাছে তৃপ্তিকে (ডিমরি) পেয়েও চাই না তাঁর। বলিউডে জোর গুঞ্জন, তিনি ‘লীলা খেলা’য় মগ্ন! ‘ভুলভুলাইয়া ৩’-এ জুটি বেঁধে সফল হওয়ার পরেই কার্তিক-তৃপ্তি রসায়ন বহুলচর্চিত। নতুন ছবিতে তাঁদের ফের অভিনয়েরও কথা ছিল। কিন্তু সে গুড়ে বালি!

Advertisement

সে সব যদিও অতীত। কার্তিক তাঁর নতুন ছবিতে দক্ষিণী নায়িকা শ্রী লীলার সঙ্গে জুটি বেঁধেছেন। ইতিমধ্যেই তাঁদের জুটি নিয়ে চর্চা শুরু। প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। সেখানে কার্তিক-শ্রীলীলার ‘লুক’ বলছে, রসায়ন তৈরিতে সফল এই নতুন জুটি। কার্তিকের অনুরাগীরাও এই জুটিতে পছন্দ করেছেন।

সেই চর্চায় মঙ্গলবার সকাল থেকে একটি ভিডিয়ো নতুন ইন্ধন জুগিয়েছে। ঝলক ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, কার্তিক আর তাঁর নতুন ছবির নায়িকা একসঙ্গে পার্টি করছেন। তা-ও আবার নায়কের বোনের সাফল্য উদ্‌যাপনে। কার্তিকের বোন ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সম্প্রতি। এখন তিনি চিকিৎসক। সেই সাফল্যে আনন্দিত আরিয়ান পরিবারের সকলে। সদস্যরা মিলে খানাপিনা, নাচাগানার আয়োজন করেছিলেন। সেখান ‘দমাদম মস্ত কলন্দর’ গানের তালে কার্তিকের সঙ্গে নাচতে দেখা গিয়েছে শ্রীলীলাকে।

Advertisement

এত হুল্লোড়ের মধ্যেও নায়িকা কিন্তু সজাগ। যেই মাত্র দেখেছেন, ক্যামেরা তাক করা তাঁর দিকে, অমনি আড়াল নিয়েছেন! যদিও ভিডিয়ো দেখে এমন বক্তব্যও ছড়িয়েছে, ছবি সফল করতে নায়ক-নায়িকা অনেক কিছু করেন। যত্রতত্র ঘুরে বেড়ান, প্রেমের গুঞ্জন ছড়ান। এ তো সামান্য পারিবারিক উদ্‌যাপনে যোগদান! ছবিমুক্তি পেলেই হয়তো দেখা যাবে সব প্রেম হাওয়া!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement