Zubeen Garg's funeral

ফুলে সাজানো গাড়িতে ফিরলেন ছেলে! হাউহাউ কান্নায় জ়ুবিনকে শেষবিদায় ৮৫ বছরের বাবার

বিমানবন্দরে দেহ পৌঁছোতেই শোকাহত অনুরাগীদের জয়ধ্বনি, ‘জয় জ়ুবিনদা’। ভিড় ঠেলে শববাহী শকটের এগোনো দায়!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭
Share:

চোখের জলে অনুরাগীরা শ্রদ্ধা জানালেন জ়ুবিন গার্গকে। ফাইল চিত্র।

রাস্তা জুড়ে শুধুই তিনি! অসমের বিখ্যাত ‘গামোছা’য় লেখা ‘জ়ুবিন গার্গ চিরকালের’। কাতারে কাতারে লোক নেমে পড়েছেন পথে। তাঁদের প্রিয় গায়ক যে শেষবারের মতো তাঁদের থেকে বিদায় নিতে আসছেন! রবিবার সকালে নির্দিষ্ট সময়ে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোয় গায়কের দেহ। প্রয়াত গায়ককে নিতে এসেছিলেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া গার্গ। বাড়িতে তত ক্ষণে ছেলেকে শেষবারের মতো দেখতে অধীর ৮৫ বছরের বাবা!

Advertisement

বিমানবন্দরের বাইরে তখন সদ্যপ্রয়াত গায়কের নামে ধ্বনি ‘জয় জুবিনদা’।

অসংখ্য জনপ্রিয় গান তাঁর ঝুলিতে। সে সব শুনিয়ে এত দিন তিনি মনোরঞ্জন করেছেন শ্রোতাদের। প্রিয় গায়ককে সেই ভালবাসা অনুরাগীদের বুঝি ফিরিয়ে দেওয়ার পালা। সদ্যপ্রয়াত গায়কের নামে দেওয়া ধ্বনিতে তাই বুঝি সুরের ছোঁয়া!

Advertisement

জানা গিয়েছে, গায়কের দেহ প্রথমে তাঁর কাহিলিপারার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সদ্যপ্রয়াত গায়ক-পুত্রের ৮৫ বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে শনিবার রাত থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে!

মরদেহ নিয়ে যাত্রার শুরুতে জ়ুবিনের প্রিয় হুডখোলা জিপ। এই গাড়িতে চেপে তিনি বেশির ভাগ অনুষ্ঠানে যেতেন। যাত্রী নেই। বদলে গাড়িতে ফুল দিয়ে সাজানো তাঁর বিশাল আকারের প্রতিকৃতি। গায়কের শেষযাত্রার সঙ্গী তাঁর প্রিয় বাদ্যযন্ত্রীরা, যাঁরা বছরের পর বছর ধরে নানা অনুষ্ঠানে বাজিয়েছেন গায়কের সঙ্গে। যোগ দেন অসমের ডিজিপি হরমিত সিংহ। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহান্ত নিজে গাড়ির সামনে হেঁটে ভিড় সরান। গায়ক যাতে নির্বিঘ্নে পৌঁছোতে পারেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শনিবার জানিয়েছিলেন, সকাল ন’টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুরাগীরা তাঁদের প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন। বার্তায় লেখা ছিল, “গভীর দুঃখের সঙ্গে অসম সরকার জানাচ্ছে, সকলের প্রিয় শিল্পী জ়ুবিন গার্গের দেহ রবিবার, ২১ সেপ্টেম্বর, সকাল ন’টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে (সরুসাজাই স্টেডিয়াম) রাখা থাকবে। তাঁর অনুরাগী, প্রিয় বন্ধু এবং ঘনিষ্ঠজনেরা যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন।” মুখ্যমন্ত্রীর বার্তায় আরও জানানো হয়, প্রয়াত গায়কের শেষকৃত্য কোথায়, কী ভাবে সম্পন্ন হবে তা চূড়ান্ত করতে রবিবার সন্ধ্যা ছ’টায় মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement