Pak Critisism

ইব্রাহিমের পর অবিনাশ! পাকিস্তান থেকে উড়ে এল শরীর নিয়ে কটাক্ষ, মুখে ঝামা ঘষে দিলেন অভিনেতা?

“অভিনেতার শরীরের ঊর্ধ্বে উঠে যদি সিনেমা নিয়ে আর একটু ভাবতেন স্যর...”, কে, কাকে দিলেন জবাব?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১১:২৫
Share:

অবিনাশ তিওয়ারি পাক সমালোচক রাও আলি খানের মুখে ঝামা ঘষে দিলেন? ছবি: সংগৃহীত।

সেই পড়শি দেশ। আক্রমণ পদ্ধতিও এক! কেবল আক্রমণের পাত্র বদলে গিয়েছেন। বলিউডে ‘নাদানিয়া’ ছবি দিয়ে পা রাখা মাত্র ইব্রাহিম আলি খানকে তাঁর নাক নিয়ে বিঁধেছিলেন পাকিস্তানি চিত্রসমালোচক তামুর। সমালোচকের দাবি, ইব্রাহিম ‘নোজ় জব’ করিয়েছেন অর্থাৎ, অস্ত্রোপচারের মাধ্যমে নাসিকা উন্নত করিয়ে ফেলেছেন। এ বার প্রায় একই ভাবে অভিনেতা অবিনাশ তিওয়ারিকে বিঁধেছেন আর এক পাকিস্তানি সমালোচনা রাও আলি খান। তিনি অবিনাশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তার পরেই তাঁর শরীর নিয়ে কটাক্ষ করেছেন। জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি যদি শরীরের যত্ন নেন তা হলে ভাল হয়।

Advertisement

অবিনাশকে ঠিক কী বলেছেন পাক সমালোচক? তিনি অবিনাশ অভিনীত সিরিজ় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ এবং ‘বম্বে মেরি জান’ দেখেছেন। অবিনাশ মন ছুঁয়ে গিয়েছেন তাঁর। কিন্তু চোখে বিঁধেছে অভিনেতার পেটে জমে থাকা বাড়তি মেদ। সে কথার উল্লেখ করে তাঁর বার্তা, “বম্বে মেরি জান’ এবং ‘খাকি’তে আপনার পেটে এত মেদ কেন? দয়া করে ওজন কমিয়ে সুস্থ থাকুন।”

এই বার্তা অবিনাশের চোখ এড়ায়নি। তিনিও মিষ্টিমুখে সমালোচককে পাল্টা বিঁধেছেন। লিখেছেন, “আপনার পরামর্শ শুনে ভাল লাগল। কিন্তু অভিনেতার শরীরের ঊর্ধ্বে উঠে যদি সিনেমা নিয়ে আর একটু ভাবতেন স্যর!” অভিনেতার দাবি, দু’টি ক্ষেত্রেই চিত্রনাট্যে ওজন বাড়ানোর নির্দেশ ছিল। একজন সমালোচক হিসাবে তাঁর সেটা জানার কথা। তিনি জানেন না দেখে বরং দুঃখ পেয়েছেন অবিনাশ!

Advertisement

অভিনেতা পাল্টা কটাক্ষে পাক সমালোচকের মুখে ঝামা ঘষে দিতেই খুশি তাঁর অনুরাগীরা। সমাজমাধ্যমে তাঁকে ভালবাসা জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement