ধৃত শরিফুল কি সইফ আলি খান-কাণ্ডে শাস্তি পাবেন? ফাইল চিত্র।
তাঁর আঙুলের ছাপ মিলে গিয়েছে। মুম্বই পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের প্রমাণ তাদের হাতে রয়েছে। তার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন অভিনেতা সইফ আলি খান-কাণ্ডে ধৃত মহম্মদ শরিফুল ইসলাম শেহজ়াদ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করে জানান, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা। অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে আঘাত করার যে অভিযোগ পুলিশ দায়ের করেছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত!
একই সঙ্গে এ দিন তিনি আদালতে আবেদন জানান, তদন্ত শেষ হয়ে গিয়েছে। আর তাঁকে আটকে রাখার কোনও প্রয়োজন তিনি অন্তত অনুভব করছেন না। জামিনের আবেদনও করেন তিনি।
সত্যিই কি শরিফুল নির্দোষ? তাঁর জামিনের আবেদন কি মঞ্জুর করবে আদালত?
এই প্রশ্নে আদালত চত্বর যখন সরগরম তখনই শরিফুলের জামিনের আবেদন নাকচ করার পাল্টা আবেদন জানায় মুম্বই পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত আঙুলের ছাপের সঙ্গে শরিফুলের আঙুলের ছাপ মিলে গিয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের আরও দাবি, সইফের বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে যে ব্যক্তিকে ‘অপরাধী’ হিসাবে শনাক্ত করা হয়েছে তার সঙ্গে শরিফুলের মুখ মিলে গিয়েছে। সেই রিপোর্টও তাঁরা পেয়েছেন। একই ভাবে, অভিনেতার দেহ থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোগুলির সঙ্গে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা ছুরির সাদৃশ্য রয়েছে। যা তাঁরা আদালতে পেশ করতে চান।
খবর, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর সম্ভবত আগামী সপ্তাহে আদালতে সইফ-কাণ্ডে ধৃত শরিফুলের মামলার শুনানি হবে।