Ayushmann Khurrana

‘ঈশ্বরে ও কর্মে বিশ্বাস করি’, কোন জ্যোতিষীর পরামর্শে জীবনে এগোতে পেরেছিলেন আয়ুষ্মান?

আয়ুষ্মানের বাবার বিশেষ আগ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চাও করেন তিনি। তাঁর পরামর্শ মেনেই কি জীবনের সিদ্ধান্ত নিয়েছেন আয়ুষ্মান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৫
Share:

আয়ুষ্মান খুরানা কি জ্যোতিষশাস্ত্র মেনে চলেন? ছবি: সংগৃহীত।

স্নাতক পাশ করতেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল আয়ুষ্মান খুরানাকে। সেই দিন বাড়ি থেকে না বেরোলে অভিনেতা হওয়া হত না তাঁর। তখন কি জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়েছিলেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আয়ুষ্মান।

Advertisement

আয়ুষ্মানের বাবার বিশেষ আগ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চাও করেন তিনি। তাঁর পরামর্শ মেনেই কি জীবনের সিদ্ধান্ত নিয়েছেন আয়ুষ্মান? অভিনেতা জানান, তিনি ঈশ্বরবিশ্বাসী। কিন্তু জ্যোতিষশাস্ত্র মানেন না। সাক্ষাৎকারে আয়ুষ্মানকে প্রশ্ন করা হয়, কোনও ছবিমুক্তির আগে কি বাবার থেকে বিশেষ পরামর্শ নেন? উত্তরে অভিনেতা বলেন, “আপনারা শুনলে অবাক হবেন, আমি সব সময় জ্যোতিষশাস্ত্র থেকে দূরে থেকেছি। আমার নামের বানানেও অতিরিক্ত অক্ষর রয়েছে। কিন্তু সেটা ছোটবেলা থেকেই রয়েছে। আমি কিছু করিনি। আমি হাতে আংটিও পরি না। আমি কুসংস্কারে বিশ্বাসী নই। আমি ঈশ্বরে বিশ্বাস করি। কর্মেও বিশ্বাস করি।”

কিন্তু একটা সময়ে বাবার পরামর্শই তাঁকে দিশা দেখিয়েছিল। অভিনেতা বলেছেন, “কলেজে স্নাতক পাশ করার পরে আমি থিয়েটার করতাম। কিন্তু আমাকে তখন একপ্রকার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।” সেই সময়ে আয়ুষ্মানকে তাঁর বাবা বলেছিলেন, “অভিনয় নিয়ে এগোতে হলে মুম্বই চলে যাও। চণ্ডীগড়ে থেকে কিছু হবে না। এখনই বেরিয়ে না গেলে, জীবনে আর কিছু করা হবে না।” সেই পরামর্শ ফেরাননি আয়ুষ্মান। সঙ্গে সঙ্গে চণ্ডীগড় ছেড়ে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement