পোস্টারেই বিশ্বরেকর্ড

ছবি রিলিজের আগেই একটা রেকর্ড-রেকর্ড হাওয়া বইতে শুরু করেছিল। ভারতে এ তাবৎ কালে নির্মিত সব থেকে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ নিয়ে ইতিমধ্যেই শোরগোল বিভিন্ন দিকে। মুক্তির দিন ‘বাহুবলী’-র বুকিং-কিউ দেখে অনেকেই মনে করেছিলেন, এই বুঝি রেকর্ড ঘটল। কিন্তু সে সব ছাপিয়ে ‘বাহুবলী’ রেকর্ড করে ফেলেছে সম্পূর্ণ অন্য এক জায়গায়। সেটা এই ছবির পোস্টারের আকার। এস এস রাজামৌলির এই ছবি পোস্টারেই ব্রেক করেছে গিনেস বুকের প্রতিষ্ঠিত রেকর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:০২
Share:

ছবি রিলিজের আগেই একটা রেকর্ড-রেকর্ড হাওয়া বইতে শুরু করেছিল। ভারতে এ তাবৎ কালে নির্মিত সব থেকে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ নিয়ে ইতিমধ্যেই শোরগোল বিভিন্ন দিকে। মুক্তির দিন ‘বাহুবলী’-র বুকিং-কিউ দেখে অনেকেই মনে করেছিলেন, এই বুঝি রেকর্ড ঘটল। কিন্তু সে সব ছাপিয়ে ‘বাহুবলী’ রেকর্ড করে ফেলেছে সম্পূর্ণ অন্য এক জায়গায়। সেটা এই ছবির পোস্টারের আকার। এস এস রাজামৌলির এই ছবি পোস্টারেই ব্রেক করেছে গিনেস বুকের প্রতিষ্ঠিত রেকর্ড।

Advertisement

৫০,০০০ বর্গফুটেরও বেশি দৈর্ঘ্য-প্রস্থসম্পন্ন এই পোস্টার গত ২৭ জুন কোচিতে টাঙানো হয়েছে। পরিচালক রাজামৌলি এ হেন ঘটনায় বেজায় খুশি। তাঁর টুইটার পেজ-এ তিনি এর জন্য এই পোস্টারের নির্মাণকারী সংস্থা গ্লোবাল ইউনাইটেড মিডিয়া এবং তার কর্ণধার প্রেম মেননকে ধন্যবাদ জানিয়েছেন। প্রভাস, রানা দগ্গুবতী, তমন্না ভাটিয়া অভিনীত এই ছবির হিন্দি ভার্সনের উপস্থাপনায় আছেন কর্ণ জোহর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement