এই প্রথম এক অ্যালবামে গান গাইলেন বাবুল সুপ্রিয় ও উস্তাদ রাশিদ খান

‘‘উস্তাদ রাশিদ খানের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা। শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে তিনি এক উজ্জ্বল তারা’’, বললেন বাবুল। অন্য দিকে রাশিদ বলছেন, ‘‘আমি আর বাবুল দু’জনেই সঙ্গীতের কাছে কৃতজ্ঞ। অনেক পেয়েছি আমরা সঙ্গীত থেকে। এ বার বৃহত্তর ক্যানভাসে যুগলবন্দির মাধ্যমে সঙ্গীতের মানুষের মাঝে গান ফিরিয়ে দিলাম।’’

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ১৯:২৩
Share:

এই প্রথম রবীন্দ্রনাথের বর্ষার গানের হাত ধরে রশিদ-বাবুল যুগলবন্দি তৈরি হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত আয়োজনে।

রাজনীতি,আসানসোল, দিল্লি, মুম্বই— এই রুটম্যাপের বাইরে গিয়ে রোম্যান্টিকতায় ভাসলেন মন্ত্রী, গায়ক বাবুল সুপ্রিয়। রবীন্দ্রনাথের বর্ষার গানে মজেছেন তিনি। আর তাঁর সঙ্গে সুর ভরিয়েছেন উস্তাদ রাশিদ খান। এই প্রথম রবীন্দ্রনাথের বর্ষার গানের হাত ধরে রশিদ-বাবুল যুগলবন্দি তৈরি হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত আয়োজনে। দিল্লি থেকে ফোনে শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালকে এই খবর জানালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

Advertisement

‘‘উস্তাদ রাশিদ খানের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা। শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে তিনি এক উজ্জ্বল তারা’’, বললেন বাবুল। অন্য দিকে রাশিদ বলছেন, ‘‘আমি আর বাবুল দু’জনেই সঙ্গীতের কাছে কৃতজ্ঞ। অনেক পেয়েছি আমরা সঙ্গীত থেকে। এ বার বৃহত্তর ক্যানভাসে যুগলবন্দির মাধ্যমে সঙ্গীতের মানুষের মাঝে গান ফিরিয়ে দিলাম।’’

রবীন্দ্রনাথের গান গাওয়ার অনুরোধ এসে পৌঁছয় তাঁর কাছে বারবার। মনে আছে তাঁর, গত বছর ৩০জানুয়ারি গাঁধী ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে প্রোটোকল ভেঙে রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন বাবুল, ‘‘সে বার ‘ধায় যেন মোর সকল ভালবাসা’ গেয়েছিলাম। প্রণব মুখোপাধ্যায় শুনে খুব খুশি হয়েছিলেন। এ বার উস্তাদজির সঙ্গে ‘বহু যুগের ও পার হতে’গাইলাম’’, বললেন বাবুল।আজও দেবব্রত বিশ্বাসের ‘বহু যুগের ওপার হতে’তাঁর কানে বাজে, দিল্লি থেকে একেবারে বাংলার মাটিতে ফিরলেন বাবুল।

Advertisement

আরও পড়ুন- প্রস্থেটিক মেকআপ দেখানোয় খামতি, ফের ট্রোলড টিম ‘কৃষ্ণকলি’

বাবুল সুপ্রিয়র সঙ্গে লকডাউনের সময় থেকেই একসঙ্গে কাজের কথা ভাবছিলেন উস্তাদ রাশিদ খান। তাঁর কথায়, তবে সঙ্গীত নিয়ে আলোচনার গভীরে পৌঁছে মনে হল, রবীন্দ্রনাথের গানকে ঘিরে রাগ আর কথার এই যুগলবন্দিকে এক বৃহত্তর গানের জগতে নিয়ে যাওয়া যায়।’’ উস্তাদ রাশিদ খানের এই চিন্তার পাশে এলেন বাবুল। রাশিদ খানের উদ্যোগে তৈরি হচ্ছে সঙ্গীতের ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘মৈত্রী সূত্র’। এই প্ল্যাটফর্মে বিভিন্ন ঘরানার শিল্পী, যাঁরা লকডাউনে নিজেদের কাজ হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়াবে ‘মৈত্রী সূত্র’।আগ্রা, গ্বালিয়র, রামপুর থেকে শুরু করে ভারতে সব ঘরানার শিল্পীদের বাঁচিয়ে রাখার প্রয়াসে ১০০টি অনুষ্ঠান করার কথা ভেবেছে ‘মৈত্রী সূত্র’। বাবুল এর সূচনা করতে সেপ্টেম্বরের গোড়াতেই কলকাতায় আসছেন।

বর্ষার এই অ্যালবামে জড়িয়ে আছে দুই ব্যক্তির আবেগ। এই অ্যালবামের জন্য প্রাপ্ত অর্থ পুরোটাই যাবে বিভিন্ন ঘরানার শিল্পীর কাছে। অনলাইন ভার্চুয়াল মিউজিক প্ল্যাটফর্ম ছাড়াও এই গান শোনা যাবে এসভিএফ-এর অনলাইন প্ল্যাটফর্মে।

রেবানদীর তীরে বেজে উঠবে উস্তাদ রাশিদ খানের বর্ষার বন্দিশ আর বাবুল সুপ্রিয়র নিজের রবীন্দ্রনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন