মেকআপ রুমে বসে কী করছে অশোক চৌধুরী? হঠাৎ 'নিখিল'-এর ছদ্মবেশ নিচ্ছে কেন? প্রস্থেটিক মেকআপ করে? শ্যামা কি তাহলে নতুন ষড়যন্ত্রের শিকার?
এই পর্যন্ত দর্শক নিতে পেরেছেন। কিন্তু মাত্র কয়েক মিনিটে প্রস্থেটিক মেকআপ শেষ। অশোক হুবহু নিখিল! এই ব্যাপারটা কি কিছুতেই মেনে নেওয়া যায়? ফলে, দৃশ্যের কিছু অংশ আবার ভাইরাল। ফের ট্রোলড টিম ‘কৃষ্ণকলি’।
যে মেকআপের কথা এতদিন সাধারণে কানে শুনে এসেছেন, অশোক সেই বিশেষ মেকআপ গুণে নিখিল হচ্ছে। এই খবরে উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। একই সঙ্গে কেন এই মেকআপের প্রসঙ্গ আসছে? অশোক একে কোন খারাপ কাজে লাগাবে? সীমাহীন কৌতূহল ছিল সে সব নিয়েও। আর ছিল অধীর আগ্রহ, কীভাবে ধাপে ধাপে অশোক হুবহু নিখিল হয়ে উঠবে, তা দেখার।
কিন্তু সেই ক্ষণ এল কই? মেকআপ আর্টিস্টের (তিনিও নকল) হাতে ছুরি-কাঁচি। ব্যস্ত হাতে তুলি, কাঁচির কাজ। তারপরেই সেই চাপদাড়ি। সেই চোখ, মুখ, চুলের স্টাইল। মেকআপ শেষে চশমাটা পড়তেই অশোক চৌধুরী আর নিখিল চৌধুরীতে কোনও ফারাক নেই।
এই ভিডিয়ো নিয়েই যত ট্রোলিং