Baghban

অমিতাভের ‘বাগবান’ ছবির সহ-অভিনেতা সাহিলকে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, আহত স্ত্রীও

গাড়িটি অভিনেতাকে দু’ফুট পর্যন্ত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়। পেটে ও উরুতে আঘাত লাগে সাহিলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১১:৫৪
Share:

স্ত্রী প্রমিলার সঙ্গে সাহিল চাড্ডা

মুম্বইয়ের রাস্তায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত সাহিল চাড্ডা এবং তাঁর স্ত্রী প্রমিলা। ‘সেকশন ৩৭৫’ এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘বাগবান’-এ দেখা গিয়েছিল সাহিলকে।

Advertisement

একটি বৈঠক সেরে ফিরছিলেন সাহিল ও প্রমিলা। হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলেন। এমন সময়ে পিছন থেকে একটি অ্যাম্বুল্যান্স এসে ধাক্কা মারে তাঁদের। গাড়িটি অভিনেতাকে দু’ফুট পর্যন্ত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়। পেটে ও উরুতে আঘাত লাগে সাহিলের। প্রমিলার দু’পা ভেঙে যায়।

সাহিলকে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, খুব গুরুতর কিছু হয়নি। আগামী দু’তিন দিনে তাঁকে ছেড়ে দেওয়া যেতে পারে।

Advertisement

সংবাদমাধ্যমকে সাহিল জানিয়েছেন, ‘‘খুবই ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে আছি। আগামী কয়েক দিন আমাকে পর্যবেক্ষণে রাখা হবে।’’ অভিনেতার কাছ থেকেই জানা গিয়েছে, মুম্বই পুলিশ ইতিমধ্যে সেই অ্যাম্বুল্যান্সের চালককে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement