প্রথম দিনেই ৫০ কোটির ব্যবসা করল ‘বাহুবলী’!

শুরুতেই বাজিমাত করল ভারতীয় সিনেমা জগতের সব চেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। প্রথম দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করল ছবিটি। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে প্রবল পরাক্রমে যাত্রা শুরু করল ‘বাহুবলী’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এই খবর জানিয়েছেন। এর আগে থ্রি ইডিয়েটস প্রথম দিনে ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ১৫:৪৪
Share:

শুরুতেই বাজিমাত করল ভারতীয় সিনেমা জগতের সব চেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। প্রথম দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করল ছবিটি। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে প্রবল পরাক্রমে যাত্রা শুরু করল ‘বাহুবলী’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এই খবর জানিয়েছেন। এর আগে থ্রি ইডিয়েটস প্রথম দিনে ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। তরণ মনে করেন, এই উইকেন্ডে ১০০ কোটির ব্যবসা করে ফেলবে ‘বাহুবলী’।

Advertisement

২৫০ কোটি টাকার এই ছবি শুক্রবার মুক্তি পেয়েছে বিশ্বের চার হাজারেরও বেশি সিনেমা হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে রীতিমতো ভিড় জমেছিল বিভিন্ন হলের বাইরে। মুক্তির দু’দিন আগেই হায়দরাবাদ শহরের মাল্টিপ্লেক্সগুলিতে টিকিটের জন্য লম্বা লাইন পড়ে যায়। তাও টিকিট পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয়ে ছিলেন অধিকাংশ সিনে-প্রেমী।

ইতিমধ্যেই এই ছবির গায়ে লেগেছে ‘ভারতের ট্রয়’ বা ‘ভারতের হারকিউলিস’-জাতীয় ট্যাগ। এস এস রাজামৌলি পরিচালিত তামিল-তেলুগু ডবল ভার্সন ছবি ‘বাহুবলী’-কে ঘিরে স্বভাবতই দর্শকের কৌতূহল তুঙ্গে। জানা গিয়েছে, তিন বছর ধরে ‘বাহুবলী’র শ্যুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দুগ্গুবাতি, অনুষ্কা এবং তমন্না। হিন্দি এবং মলয়ালম ভাষায় ছবিটিকে ডাব করাও হয়েছে। এই ছবি নিয়ে নানা আলোচনায় মেতেছেন বলিউড তারকারাও। ‘বাহুবলী’র ফার্স্ট লুক দেখেই অমিতাভ বচ্চন টুইট করেছিলেন, এমন ছবিতে অভিনয়ের সুযোগ পেলে তাঁর ভাল লাগত।

Advertisement

দক্ষিণী ছবির প্রথম দিনের হিসেবের খতিয়ান

বাহুবলী

লিঙ্গা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন