Balika Vadhu actor Sonal Jha

‘বালিকা বধূ’তে কাজ করার সময়ে অসহায় ছিলেন, কী কী সহ্য করতে বাধ্য হয়েছিলেন সোনাল?

চ্যানেলের খামখেয়ালিপনার কাছে অসহায় লাগত সোনালের। নিজেকে হাতের পুতুল মনে হত। সম্প্রতি জানালেন, প্রায়ই নির্মাতা এবং সৃজনশীল পরিচালকদের সঙ্গে সংঘাত হত তাঁর। কিন্তু কেন?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬
Share:

সোনালের দাবি, প্রগতিবাদী বিষয়বস্তু উপস্থাপন করা নির্মাতাদের নীতি নয়। বাজার বুঝেই সব কিছু হয়। তারা শুধু লাভ বোঝে। ছবি: সংগৃহীত।

সোনাল ঝা পরিচিত মুখ। হিন্দি ‘বালিকা বধূ’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। এখন তিনি ধারাবাহিকে আর অভিনয় করেন না। সচেতন ভাবেই দূরত্ব বজায় রেখেছেন। যখন তিনি ‘বালিকা বধূ’ করতেন, সেই সময়ের চেয়ে কতটা বদলে গিয়েছে আজকের সময়? অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরেও ইতিবাচক কি প্রভাব ফেলেছে সময়? জিজ্ঞাসা করা হলে সোনাল জানান, ২০১৬ সালের পর থেকে টেলিভিশন দেখাই বন্ধ করে দিয়েছেন। তাই এ নিয়ে বিশদ বলতে পারবেন না।

Advertisement

সোনালের কথায়, “টিভি একটি বড়, প্রশস্ত মাধ্যম। নানা ধরনের বিষয়বস্তু নিয়ে সমান্তরাল ভাবে কাজ হয় এখানে। যখন ‘বালিকা বধূ’র মতো ধারাবাহিক তৈরি হচ্ছিল, সেই সময়ই একতা কপূর ধারাবাহিক বানাচ্ছিলেন পারিবারিক কূটকচালের মতো বস্তাপচা বিষয় নিয়ে। আমি মনে করি, ভাল গল্প এখনও আছে, কিন্তু অধিকাংশই দৌড়চ্ছেন চলতি হাওয়ার সঙ্গে। পরিবর্তন যা হয়েছে, সব ফালতু।”

সোনালের দাবি, প্রগতিবাদী বিষয়বস্তু উপস্থাপন করা নির্মাতাদের নীতি নয়। বাজার বুঝেই সব কিছু হয়। তারা শুধু লাভ বোঝে। অভিনেত্রীর মতে, “আমায় বলা হল, খুবই শক্তিশালী চরিত্রে আপনাকে ভাবা হয়েছে। কিন্তু অভিনয় করতে গিয়ে দেখলাম বিষয়বস্তুতে কোনও প্রগতির ছাপ নেই।”

Advertisement

চ্যানেলের খামখেয়ালিপনার কাছে অসহায় লাগত সোনালের। নিজেকে হাতের পুতুল মনে হত। জানালেন, প্রায়ই নির্মাতা এবং সৃজনশীল সদস্যদের সঙ্গে তাঁর সংঘাত হত। কারণ, যে চরিত্র দুই পর্ব আগে এক কথা বলেছে, পরে অন্য কথা বসানো হচ্ছে তাঁর মুখে, এমনই অভিযোগ সোনালের। এতেই টেলিভিশনের প্রতি তিতিবিরক্ত তিনি। একটা নির্দিষ্ট আদর্শ অবলম্বন করে কাজ করার পক্ষে টেলিভিশন কঠিন মাধ্যম বলেই মত অভিনেত্রীর।

২০০৮ থেকে ২০১৬ অবধি সম্প্রচারিত হয়েছিল ‘বালিকা বধূ’। বাল্যবিবাহের ঘটনা অবলম্বনে তৈরি সেই ধারাবাহিক ঘরে ঘরে বিপুল জনপ্রিয় হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন