Pori Moni

দেড় বছর বাড়ির বাইরে বেরোতে পারেননি, একঢাল চুল নিয়ে কোন কঠিন রোগে ভুগতে হয়েছিল পরীমণিকে?

সম্প্রতি, বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সবটা খোলসা করলেন অভিনেত্রী পরীমণি। কী ঘটেছিল নায়িকার সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:৫৫
Share:

কোন কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন পরীমণি? ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী হলেন পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ— তাঁর ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। শরীরও সব সময় সঙ্গ দেয়নি। করোনার সময়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন নায়িকা। সে কথা যে সবাই জানতেন, তা নয়। প্রায় দেড় বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন পরী। কী হয়েছিল তাঁর?

Advertisement

সম্প্রতি, বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সবটা খোলসা করলেন অভিনেত্রী। এমনিতে সবাই দেখেছেন নায়িকার মাথায় একঢাল চুল। তিনি চুল কাটাতে পছন্দ করেন না। করোনার সময় আচমকাই মাথার এক দিক থেকে অনেকটা চুল উঠে যায় তাঁর। যা নিয়ে খুবই চিন্তায় পড়েছিলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, “চুল আমার খুব প্রিয়। তাই কাটাইও না। সেখানে মাথার অনেকটা অংশের চুল উঠে গিয়েছিল। টাক বলা যাবে না, তবে চামড়াটা কী রকম যেন হয়ে গিয়েছিল। সেটাকে কী করে ঢাকব বুঝতেই পারছিলাম না। এখন অবশ্য ঠিক হয়ে গিয়েছে। পুরোপুরি সুস্থ আমি। প্রায় দেড় বছর লেগেছে। এই সময়টা বাড়ির বাইরে বেরোতে পারিনি। এই রোগটার নাম অ্যালোপেসিয়া।” শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এমনটা অনেক সময় ছেলেদের দাড়িতেও হয়ে থাকে। আপাতত পরীমণি সুস্থ। মাঝে জ্বরেও ভুগেছেন খুব। এখন ছেলেমেয়েকে নিয়ে আনন্দে রয়েছেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement