Pamela Bach Suicide

হলিউডে ফের আত্মহত্যার ইঙ্গিত! নিজের বাড়ি থেকে উদ্ধার ‘বেওয়াচ’ অভিনেত্রী পামেলার মৃতদেহ

পামেলা কি কোনও অশান্তির মধ্যে ছিলেন? সে বিষয়ে পুলিশ এখনও কোনও সদুত্তর দিতে পারেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১০:২২
Share:

কেন আত্মহত্যার পথ বেছে নিলেন পামেলা বাখ? ছবি: সংগৃহীত।

ফের অস্বাভাবিক মৃত্যু হলিউডে। এ বার ‘বেওয়াচ’ এবং ‘নাইট রাইডার’-খ্যাত পামেলা বাখ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ৬২ বছরের অভিনেত্রী আত্মঘাতী হয়ে থাকতে পারেন। লস অ্যাঞ্জেলসের স্থানীয় চিকিৎসকের দেওয়া বিবৃতি সে কথাই বলছে। পুলিশ জানিয়েছে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রীর দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

টিভি সিরিজ় ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তাঁরা এই সিরিজ়ে প্রথম পর্দাভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করে তাঁরা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন যুগল। বিবাহবিচ্ছেদের আগে নাকি পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ় ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ডেভিড। সমাজমাধ্যমে লিখেছেন, “পামেলার মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। এখনও বিষয়টি মেনে নিতে পারছি না। অনুরাগীদের উদ্দেশে তাই আন্তরিক অনুরোধ, আমাদের পাশে থাকুন। অযথা কৌতূহলী হয়ে আমাদের ব্যক্তিগত জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না।”

ডেভিড-পামেলার দুই কন্যাসন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ-ও সমাজমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরনো ছবি ভাগ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২৫-এর শুরুতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছিলেন পামেলা। সেই সময় তিনি জানিয়েছিলেন, তাঁর নাতনি লন্ডনে বড় হচ্ছে। নাতনির হাসিমুখ তাঁর বেঁচে থাকার রসদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এটিই নাকি তাঁর শেষ পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement